www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পরমাণু কাব্য

(৪২)
আমি আজন্ম নির্ভেজাল শূন্যতাময় অথচ  পবিত্র
হৃদপত্রে বহমান লোভাতুর আকর্ষণ -   নীল পত্র
জন্ম জন্মান্তরের স্বপ্ন আর কল্পনার প্রকাশ্য সত্য
স্বপ্নে লুপ্ত সুন্দরের ঐশ্বর্য সেই তো সত্য সেই সুন্দর
যা রচিত কল্পনার থাক বা থাক প্রকাশ্যে অপ্রকাশ্যে
অন্তরালে  ভেতরে বাহিরে ধরায় গগনে দৃশ্য  অদৃশ্যে
তুমি জেনো আমার শুধু আমিই আছি  প্রেমময় রহস্য
প্রকাশিত হবো শান্তির সুবর্ণদ্বীপ নিয়ে হৃদপত্রে বার বার।
                                                 -  স্বপ্নময় স্বপন©
                           (৪৩)
ছুটছি তো ছুটছি ছুটেই চলেছি  দিকবিদিক লক্ষ্যহীন গন্তব্যহীন
চোখ বন্ধ অন্ধ বধির হিংসা লোভে উন্মত্ত নেশাগ্রস্থ ভারসাম্যহীন
ঊর্ধ্বে নিম্নে বিরহে দুঃখে বিষাদে অবসাদে বিবাদে বিসম্বাদে বিলীন
ত্রাসে ভয়ে ক্রোধে মোহে দহনে দোহে সিক্ত রিক্ত লীন কাল মহাকাল
দিক বিদিক চতুর্দিক ভ্রমে বিভ্রমে ভ্রান্তে বিভ্রান্তে কষ্ট যন্ত্রণারজটাজাল
দ্বিধা দ্বন্দ্বের নাগপাশ ছিন্ন ভিন্ন করে সোনালী ভোরের তরে সরাও এ জঞ্জাল।
    -  স্বপ্নময় স্বপন©
                            (৪৪)
        দহনের নীল সমুদ্রে দুঃখ ঢেউয়ে আমি ভাসি
        অনুভবে আমার বিশ্বাসে স্বপ্নময় তুমি আসি    
        নিরাশার বালুচরে নৈঃশব্দের আগুনে একটু আশা
        জাগিয়ে চুপিসারে নিভৃতে ব্যক্ত কর অক্ষয় বচন
        ছায়ার মত থাকা না থাকা বাঁচা নয় এটাই জীবন।
                                                 -  স্বপ্নময় স্বপন©
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast