গুচ্ছ কবিতা-২৬ ২৩ ৬ ১৯
(২৬)
“অবসাদের নীলে ভরে যায় চোখ
মরে পড়ে থাকে অর্থহীন বোধ!
বৃষ্টিতে ভেজে উড়ন্ত বিকেল
নিষিদ্ধ গোপন হয়ে নগ্নবুকে
আঁচড় কেটে যায় চিরচেনা ফেউ
স্মৃতির বিমুগ্ধ দীর্ঘশ্বাসে অপ্রাপ্তির ঢেউ”
স্বপ্নময় স্বপন©
(২৩)
জন্ম জন্মান্তর থেকে সমাজের ঘুণপথে
আদিম বাণিজ্যের বিকিকিনি বাড়বাড়ন্ত বিত্ত বৈভব
নিরন্ন মানবের ঝাঁক অনাদিকালের হাহাকার
বিপন্ন বসন্তে খরা বৃষ্টির দৈর্বদুর্বিপাক
অযাচিত মাতৃজঠরে কলঙ্কিত অভুমিষ্ট শৈশব।
স্বপ্নময় স্বপন©
( ৬)
আমায় নিয়ে রঙ্গ করে
বন্ধু এবং আপন জনে
পাড়ার লোক আর অন্য সবে
সব রঙ্গই মুখ বুজে সই তবে
তুমি রঙ্গ করো না
দুঃখ দিও সহ্য হবে
রঙ্গ মোটে সইবে না।
স্বপ্নময় স্বপন©
(১৯)
কি করে ঠাঁই দেব বল তারে
অবিনাশী যে দুঃখ দিতে চাও মোরে
অদৃশ্যপ্রায় অনুহৃদে কি করে স্থান করি লবে
সে বলে গেল,স্থান করি লয় পৃথ্বী যেভাবে
পল্লবসম কৃষ্ণকোমল তোমার ডাগর আঁখিপটে।
স্বপ্নময় স্বপন©
“অবসাদের নীলে ভরে যায় চোখ
মরে পড়ে থাকে অর্থহীন বোধ!
বৃষ্টিতে ভেজে উড়ন্ত বিকেল
নিষিদ্ধ গোপন হয়ে নগ্নবুকে
আঁচড় কেটে যায় চিরচেনা ফেউ
স্মৃতির বিমুগ্ধ দীর্ঘশ্বাসে অপ্রাপ্তির ঢেউ”
স্বপ্নময় স্বপন©
(২৩)
জন্ম জন্মান্তর থেকে সমাজের ঘুণপথে
আদিম বাণিজ্যের বিকিকিনি বাড়বাড়ন্ত বিত্ত বৈভব
নিরন্ন মানবের ঝাঁক অনাদিকালের হাহাকার
বিপন্ন বসন্তে খরা বৃষ্টির দৈর্বদুর্বিপাক
অযাচিত মাতৃজঠরে কলঙ্কিত অভুমিষ্ট শৈশব।
স্বপ্নময় স্বপন©
( ৬)
আমায় নিয়ে রঙ্গ করে
বন্ধু এবং আপন জনে
পাড়ার লোক আর অন্য সবে
সব রঙ্গই মুখ বুজে সই তবে
তুমি রঙ্গ করো না
দুঃখ দিও সহ্য হবে
রঙ্গ মোটে সইবে না।
স্বপ্নময় স্বপন©
(১৯)
কি করে ঠাঁই দেব বল তারে
অবিনাশী যে দুঃখ দিতে চাও মোরে
অদৃশ্যপ্রায় অনুহৃদে কি করে স্থান করি লবে
সে বলে গেল,স্থান করি লয় পৃথ্বী যেভাবে
পল্লবসম কৃষ্ণকোমল তোমার ডাগর আঁখিপটে।
স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শোয়াইব শাওন ৩০/০৭/২০১৬সুন্দর!
-
সজীব ২৯/০৭/২০১৬সুন্দর লিখেছেন
-
স্বপ্নময় স্বপন ২৯/০৭/২০১৬ধন্যবাদ কৃতজ্ঞতা সহকারে...
-
সভ্যচাষী সপ্তম ২৯/০৭/২০১৬সুন্দরের শুভেচ্ছার্ঘ.........