স্বাক্ষী দেবে
আমার মেঘলা যুগ স্বাক্ষী তোমার অভিসারী মোম শরীর
আমার প্রতি ফোঁটা জলকণা স্বাক্ষী দেবে তোমার নেতি অনুরাগ স্বৈরাচার
আমার উচ্ছ্বাস স্বাক্ষী দেবে তোমার করাল ঘৃণা প্রগলভঃ
আমার নৈঃশব্দের তীব্র দহন স্বাক্ষী দেবে তোমার অজস্র লোভ
আমার শ্রমক্রুশ শ্রমপদ্ম স্বাক্ষী দেবে মনভোলানো রূপ
আমার নীল অবসাদ স্বাক্ষী দেবে লাবণ্যরাত নগ্ন বুকের আঁচড়
আমার বৃষ্টি ঘড়ির কাঁটা স্বাক্ষী দেবে বোধের অবক্ষয়
আমার শোকগাঁথা কল্পনা স্বাক্ষী দেবে তোমার ধূপছায়া মুখ
আমার নিষিদ্ধ গোপন বসবাস স্বাক্ষী দেবে তোমার শীতল নিঃস্পৃহ দৃষ্টির
আমার আকাশনীল যন্ত্রণা স্বাক্ষী দেবে তোমার প্রতিনিয়ত নিষ্ঠুরতার
আমার বালিশ চাপা স্বপ্ন স্বাক্ষী দেবে তোমার না রাখা অঙ্গীকার
আমার উদ্দেশ্যহীন পণ্ডশ্রম স্বাক্ষী দেবে উদাসীনতার
আমার নির্মোহ অন্ধকার স্বাক্ষী দেবে আঁততায়ী হলুদ শাড়ী
আমার বিনিদ্র রাত স্বাক্ষী দেবে তোমার মৎস্যগন্ধা লালজল বহুরূপী
আমার নির্বাক হৃদস্পন্দন স্বাক্ষী দেবে তোমার প্রচণ্ড হেঁয়ালী মিথ্যা ছলনার
তোমার লালসার তোড় নীলিম আঁতাতের জটিল মনস্তুত্ব তৎসম তদ্ভব শবদের করতালি
তোমারবিদ্রূপ সহাস্যকৌতুক রমণীয়সম্মোহণ বিকৃতি কানামাছিখেলা
সব সব কিছুর প্রত্যক্ষদর্শী হয়ে স্বাক্ষী দেবে
স্বাক্ষী দেবে আমার না বলা কথা বিরহ ব্যথা অশ্রুজল
ঘুমন্ত আগ্নেয়গিরি বিষাদক্লীষ্ট অবসন্ন একাকীত্বের জ্বালা
প্রশ্নবোধক চিহ্ন দিক বিভ্রম গোধূলী আমার শৃঙ্খলিত সারাবেলা
আমার সীমাহীন অসীম দীর্ঘশ্বাস স্বাক্ষী দেবে তোমার সর্বনাশা প্রতারণা।
- স্বপ্নময় স্বপন©
আমার প্রতি ফোঁটা জলকণা স্বাক্ষী দেবে তোমার নেতি অনুরাগ স্বৈরাচার
আমার উচ্ছ্বাস স্বাক্ষী দেবে তোমার করাল ঘৃণা প্রগলভঃ
আমার নৈঃশব্দের তীব্র দহন স্বাক্ষী দেবে তোমার অজস্র লোভ
আমার শ্রমক্রুশ শ্রমপদ্ম স্বাক্ষী দেবে মনভোলানো রূপ
আমার নীল অবসাদ স্বাক্ষী দেবে লাবণ্যরাত নগ্ন বুকের আঁচড়
আমার বৃষ্টি ঘড়ির কাঁটা স্বাক্ষী দেবে বোধের অবক্ষয়
আমার শোকগাঁথা কল্পনা স্বাক্ষী দেবে তোমার ধূপছায়া মুখ
আমার নিষিদ্ধ গোপন বসবাস স্বাক্ষী দেবে তোমার শীতল নিঃস্পৃহ দৃষ্টির
আমার আকাশনীল যন্ত্রণা স্বাক্ষী দেবে তোমার প্রতিনিয়ত নিষ্ঠুরতার
আমার বালিশ চাপা স্বপ্ন স্বাক্ষী দেবে তোমার না রাখা অঙ্গীকার
আমার উদ্দেশ্যহীন পণ্ডশ্রম স্বাক্ষী দেবে উদাসীনতার
আমার নির্মোহ অন্ধকার স্বাক্ষী দেবে আঁততায়ী হলুদ শাড়ী
আমার বিনিদ্র রাত স্বাক্ষী দেবে তোমার মৎস্যগন্ধা লালজল বহুরূপী
আমার নির্বাক হৃদস্পন্দন স্বাক্ষী দেবে তোমার প্রচণ্ড হেঁয়ালী মিথ্যা ছলনার
তোমার লালসার তোড় নীলিম আঁতাতের জটিল মনস্তুত্ব তৎসম তদ্ভব শবদের করতালি
তোমারবিদ্রূপ সহাস্যকৌতুক রমণীয়সম্মোহণ বিকৃতি কানামাছিখেলা
সব সব কিছুর প্রত্যক্ষদর্শী হয়ে স্বাক্ষী দেবে
স্বাক্ষী দেবে আমার না বলা কথা বিরহ ব্যথা অশ্রুজল
ঘুমন্ত আগ্নেয়গিরি বিষাদক্লীষ্ট অবসন্ন একাকীত্বের জ্বালা
প্রশ্নবোধক চিহ্ন দিক বিভ্রম গোধূলী আমার শৃঙ্খলিত সারাবেলা
আমার সীমাহীন অসীম দীর্ঘশ্বাস স্বাক্ষী দেবে তোমার সর্বনাশা প্রতারণা।
- স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনিসা নাসরীন ০৪/০৮/২০১৬খুব ভালো
-
সজীব ৩০/০৭/২০১৬valo laglo
-
আব্দুল মান্নান মল্লিক ৩০/০৭/২০১৬খুব ভালো লাগলো
-
অঙ্কুর মজুমদার ২৯/০৭/২০১৬besh laglo.....