www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বাক্ষী দেবে

আমার মেঘলা যুগ স্বাক্ষী তোমার অভিসারী মোম শরীর
আমার  প্রতি ফোঁটা জলকণা স্বাক্ষী দেবে তোমার নেতি অনুরাগ স্বৈরাচার
আমার  উচ্ছ্বাস স্বাক্ষী দেবে তোমার করাল ঘৃণা প্রগলভঃ
আমার নৈঃশব্দের তীব্র দহন  স্বাক্ষী দেবে তোমার অজস্র লোভ
আমার শ্রমক্রুশ শ্রমপদ্ম স্বাক্ষী দেবে মনভোলানো রূপ
আমার  নীল অবসাদ স্বাক্ষী দেবে লাবণ্যরাত নগ্ন বুকের আঁচড়
আমার  বৃষ্টি ঘড়ির কাঁটা স্বাক্ষী দেবে বোধের অবক্ষয়
আমার শোকগাঁথা কল্পনা স্বাক্ষী দেবে তোমার ধূপছায়া মুখ
আমার নিষিদ্ধ গোপন বসবাস স্বাক্ষী দেবে তোমার শীতল নিঃস্পৃহ দৃষ্টির
আমার আকাশনীল যন্ত্রণা  স্বাক্ষী দেবে তোমার প্রতিনিয়ত নিষ্ঠুরতার
আমার বালিশ চাপা স্বপ্ন স্বাক্ষী দেবে তোমার না রাখা অঙ্গীকার
আমার  উদ্দেশ্যহীন পণ্ডশ্রম  স্বাক্ষী দেবে উদাসীনতার
আমার নির্মোহ অন্ধকার  স্বাক্ষী দেবে আঁততায়ী হলুদ শাড়ী
আমার বিনিদ্র রাত  স্বাক্ষী দেবে তোমার মৎস্যগন্ধা লালজল বহুরূপী
আমার নির্বাক হৃদস্পন্দন স্বাক্ষী দেবে তোমার প্রচণ্ড হেঁয়ালী মিথ্যা ছলনার
তোমার লালসার তোড় নীলিম আঁতাতের জটিল মনস্তুত্ব তৎসম তদ্ভব শবদের করতালি  
তোমারবিদ্রূপ সহাস্যকৌতুক রমণীয়সম্মোহণ বিকৃতি কানামাছিখেলা
সব সব কিছুর  প্রত্যক্ষদর্শী হয়ে  স্বাক্ষী দেবে
স্বাক্ষী দেবে আমার না বলা কথা বিরহ ব্যথা অশ্রুজল
ঘুমন্ত আগ্নেয়গিরি বিষাদক্লীষ্ট অবসন্ন একাকীত্বের জ্বালা
প্রশ্নবোধক চিহ্ন দিক বিভ্রম গোধূলী আমার শৃঙ্খলিত সারাবেলা
আমার সীমাহীন অসীম দীর্ঘশ্বাস স্বাক্ষী দেবে তোমার সর্বনাশা প্রতারণা।  
  - স্বপ্নময় স্বপন©
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আনিসা নাসরীন ০৪/০৮/২০১৬
    খুব ভালো
  • সজীব ৩০/০৭/২০১৬
    valo laglo
  • খুব ভালো লাগলো
  • অঙ্কুর মজুমদার ২৯/০৭/২০১৬
    besh laglo.....
 
Quantcast