বিচ্যুতি
রঙিন ডানা মেলে প্রজাপতিটি ছিল বসে
তীক্ষ্ণ কাঁটা তারের বেড়ায়
ডানা ভেঙ্গে গেল উড়ে হঠাৎ ই--
রইল পড়ে কাঁটা তার
এক বিন্দু রক্তের দাগ লেগে ছিল কি ?
- স্বপ্নময় স্বপন©
তীক্ষ্ণ কাঁটা তারের বেড়ায়
ডানা ভেঙ্গে গেল উড়ে হঠাৎ ই--
রইল পড়ে কাঁটা তার
এক বিন্দু রক্তের দাগ লেগে ছিল কি ?
- স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরিফ মুহাম্মদ ২৮/০৭/২০১৬কবি ভালো।
-
আরিফ মুহাম্মদ ২৮/০৭/২০১৬কবি দয়া করে বিষয়বস্তু পরিষ্কার করলে ভালো হয়।
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০৭/২০১৬শেষের দিকটা বুঝতে পারলাম না।
-
তুষার অপু ২৮/০৭/২০১৬থাকতে পারে। রক্তের দাগতো, যে পরিমান বৃষ্টি হয় ইদানীং।
-
অমলেন্দু বিশ্বাস ২৮/০৭/২০১৬সুন্দর