বন্ধু
আমি একজন বন্ধুপ্রিয় ছিল কিছু প্রিয়বন্ধু
ছোটবেলায় অনেক অনেক বন্ধু ছিল
হঠাৎ করে একটি সময় হারিয়ে গেল কোথায় যেন
নিরব একটা বদল এল, আবার নতুন বন্ধু হল
পুরানো কিছু ফিরে এল, নতুন পুরান ভিড়ের মাঝে
অনেকে কেমন অচেনা হল, জীবন চাকা ঘুরে গেল
বন্ধুপ্রিয় মানুষটা আজ নিঃশব্দে নির্বান্ধব
বন্ধুহীন জীবনযাত্রায় নিঃসঙ্গ এলোমেলো
একাকী এক শবযাত্রার বার্তাবাহক
নিঃশব্দ শব্দমালার নগণ্য এক সংগ্রাহক
শব্দ থেকে বন্ধু থেকে নিজ ভূমে তার পরবাস
বাণী ধ্বনি কণ্ঠনালী কুড়ে কুড়ে ঘুণে খেল
হৃদয় গলে চুঁইয়ে পড়ে বন্ধুহীনের দীর্ঘশ্বাস
নিভৃতচারীর নিরবে চলে একাকীত্বের সহবাস।
-স্বপ্নময় স্বপন©
ছোটবেলায় অনেক অনেক বন্ধু ছিল
হঠাৎ করে একটি সময় হারিয়ে গেল কোথায় যেন
নিরব একটা বদল এল, আবার নতুন বন্ধু হল
পুরানো কিছু ফিরে এল, নতুন পুরান ভিড়ের মাঝে
অনেকে কেমন অচেনা হল, জীবন চাকা ঘুরে গেল
বন্ধুপ্রিয় মানুষটা আজ নিঃশব্দে নির্বান্ধব
বন্ধুহীন জীবনযাত্রায় নিঃসঙ্গ এলোমেলো
একাকী এক শবযাত্রার বার্তাবাহক
নিঃশব্দ শব্দমালার নগণ্য এক সংগ্রাহক
শব্দ থেকে বন্ধু থেকে নিজ ভূমে তার পরবাস
বাণী ধ্বনি কণ্ঠনালী কুড়ে কুড়ে ঘুণে খেল
হৃদয় গলে চুঁইয়ে পড়ে বন্ধুহীনের দীর্ঘশ্বাস
নিভৃতচারীর নিরবে চলে একাকীত্বের সহবাস।
-স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল মান্নান মল্লিক ৩০/০৭/২০১৬অপূর্ব লিখনি। ধন্যবাদ।
-
সজীব ২৯/০৭/২০১৬nice
-
রইস উদ্দিন খান আকাশ ২৯/০৭/২০১৬সুন্দর লেখা
-
আশরাফুল ইসলাম শিমুল ২৮/০৭/২০১৬ভাল
-
অঙ্কুর মজুমদার ২৮/০৭/২০১৬vlo.........