সময় ফেরিওয়ালা
সময় নেবে গো সময় ঘণ্টাচুক্তি দিনময়
বকুলতলা চারুকলায় সময় বেঁচে সময়
ফাতেমা খুরশেদ আব্দুল হাই সময় বেঁচে খাই
ঘণ্টাচুক্তি ঠায় দাঁড়িয়ে বসে কিংবা হেঁটে পয়সা মেলে সময় বেঁচে
জীবনের অঙ্কে কত হিসেব-নিকেশ ভিন্ন চোখের প্রচ্ছদ আঁকে
ক্ষুধার্ত চোখ ক্লান্ত শ্রান্ত জীবনের প্রতি বাঁকে
অশান্তি আর দারিদ্র্যের কষাঘাতে সময় বেঁচে নিত্যই দিন কাটে
জীর্ণ শীর্ণ নিত্য দুঃখ সাথে লয়ে ঘণ্টার পর ঘণ্টা বাঁচার তাগিদে শুধুই হেঁটে চলে
ঘণ্টাবন্দী জীবন ঘোরের মধ্যে মুক্ত হাওয়া অচল মুদ্রার মত হারিয়ে যাওয়া
সীমাহীন বিরহিণী ব্যথা স্বপ্নের ভাঙ্গাগড়া সময় বেঁচে খাওয়া
শূন্যতার পৃথিবী বুকে নিয়ে অনন্তকাল অপেক্ষমাণ শূন্য থালায় ভাতের ভাবনা
মধ্যরাতে মাটির স্পর্শে আগামী চিন্তা নিশীথের ডাক দেয় কুহকী সন্ধ্যা
সরল পঙক্তির আশ্চর্য উচ্চারণে হেঁকে চলে একটানা সময় ফেরীওয়ালা
নেবে নেবে এখনো বাকী মোর আরো দুটো ঘণ্টা সময়ের সাজান মালা? -স্বপ্নময় স্বপন©
বকুলতলা চারুকলায় সময় বেঁচে সময়
ফাতেমা খুরশেদ আব্দুল হাই সময় বেঁচে খাই
ঘণ্টাচুক্তি ঠায় দাঁড়িয়ে বসে কিংবা হেঁটে পয়সা মেলে সময় বেঁচে
জীবনের অঙ্কে কত হিসেব-নিকেশ ভিন্ন চোখের প্রচ্ছদ আঁকে
ক্ষুধার্ত চোখ ক্লান্ত শ্রান্ত জীবনের প্রতি বাঁকে
অশান্তি আর দারিদ্র্যের কষাঘাতে সময় বেঁচে নিত্যই দিন কাটে
জীর্ণ শীর্ণ নিত্য দুঃখ সাথে লয়ে ঘণ্টার পর ঘণ্টা বাঁচার তাগিদে শুধুই হেঁটে চলে
ঘণ্টাবন্দী জীবন ঘোরের মধ্যে মুক্ত হাওয়া অচল মুদ্রার মত হারিয়ে যাওয়া
সীমাহীন বিরহিণী ব্যথা স্বপ্নের ভাঙ্গাগড়া সময় বেঁচে খাওয়া
শূন্যতার পৃথিবী বুকে নিয়ে অনন্তকাল অপেক্ষমাণ শূন্য থালায় ভাতের ভাবনা
মধ্যরাতে মাটির স্পর্শে আগামী চিন্তা নিশীথের ডাক দেয় কুহকী সন্ধ্যা
সরল পঙক্তির আশ্চর্য উচ্চারণে হেঁকে চলে একটানা সময় ফেরীওয়ালা
নেবে নেবে এখনো বাকী মোর আরো দুটো ঘণ্টা সময়ের সাজান মালা? -স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সভ্যচাষী সপ্তম ২৯/০৭/২০১৬
-
অঙ্কুর মজুমদার ২৭/০৭/২০১৬vlo
-
সজীব ২৭/০৭/২০১৬nice
বর্ণে বর্ণে স্বর্ণ খচিত পাঠক মনের ছবি।।
সুন্দরের শুভেচ্ছার্ঘ.............