www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মনে পড়ে

আজকাল খুব মনে পড়ে
    সেই ছেলেবেলার খেলার মাঠ, পাশের পীচের রাস্তা
    কলোনির হৈচৈ, বান্ধবীদের সাথে তোমার হেঁটে চলা
    ফেরিওয়ালা, পোস্ট অফিসের ডাকবাবু, তোমার নীল জামা
     আমার অবসন্ন আকাশে সূর্যাস্তের ম্লান আভায়
      প্রতিদিনই নতুন নতুন রঙ যোগ করি, মনে পড়ে
   তোমার উদ্দেশ্যে কল্পনা করা প্রতিটি দৃশ্যের অনুপম ভালবাসা
      নীল জামায় নত্রর বোতাম, ক্লিপ আঁটা চুল, খোলা পা
      চঞ্চল বাঁকানো ঠোঁটের প্রগলভতা, স্বপ্নীল চোখে চাওয়া,
      আজকাল খুব মনে পড়ে একাকীত্বের নির্ঘুম প্রহরে
     খুব মনে পড়ে বিকেলের স্নিগ্ধতায় তোমার ছোটাছুটি,হাসি
      মনের আবছা সত্তার ভিতর তোমার ছায়ামুখ ভাসে
অনুভবহীন সময় আজকাল মনে করিয়ে দেয় –চুপচাপ শুয়ে থাকি
        এখন ফুসফুসের ভেতর জলবন্দী হারানো দিন
মুখোমুখি দেখা হওয়া, স্কুলের ঝুল বারান্দায় মুষলধারে ঝরে পড়া
  নির্বাক অভিমানের অর্ধেক জলে পা ধুতে ধুতে বয়সী হয়ে ওঠা
            আমার চুলে পাক ধরেছে, জ্বর এসেছে চেতনায়  
  অভিজ্ঞতা খাঁচাবন্দী শৃঙ্খলে, মৃত্তিকার হাতছানি গৃহবন্ধন নির্মূলে
          নিঝুম সন্ধ্যায় দূত পাঠায় স্নিগ্ধ ভোরের কামনাতে  
          হলুদপত্রে সেই অনাগত রূপকথা লিখতে লিখতে
          তোমাকে মনে পড়ে, আজকাল খুব খুব মনে পড়ে।
                                               -  স্বপ্নময় স্বপন©
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • গোপেশ দে ২৬/০৭/২০১৬
    বেশ ভাল লাগল লেখাটা
  • মাহাবুব ২৬/০৭/২০১৬
    বেশ সুন্দর।
  • প্রশান্ত মন্ডল ২৬/০৭/২০১৬
    সুন্দরম্!
  • সজীব ২৬/০৭/২০১৬
    একমত
  • অঙ্কুর মজুমদার ২৬/০৭/২০১৬
    vlo.................
 
Quantcast