গুচ্ছকবিতা-৪৬ ৪৭ ৪৮
(৪৬)
“অন্তঃপুরে যেথা তোমারই অনুরূপ মেঘেরা
স্বপ্নের অঙ্কুর উপহার দেয় কফির কাপে
সন্ধ্যেগুলো ঢেকেছে, বিষমখাওয়া কুয়াশার ছাই
জ্বরের মত সুন্দর তোমার উষ্ণতা চাই।“
(৪৭)
"মুষল ধারে বৃষ্টি হবে চঞ্চল রাস্তায়
দাঁড়িয়ে রইলাম, বৃষ্টি আসবে বলে
এল, ঝুম বৃষ্টিতে বুকের আঁচল উড়িয়ে দিল
সিগারেট ফুঁকতে ফুঁকতে অবিরত পারিনি
আমি ভিজতে সম্পর্কের অনুভূমিক তলে
"রাত এলে হাতছানি-তোমার দেহঘন সুন্দর উষ্ণতা চাই
অরুচি ঠোঁট ভেতর ভেতর ক্লান্ত তবু চুম্বনে ক্লান্তি নেই …
(৪৮)
“মেঘ তুমি কিশোরীর ভাষা আদিম বুনো উদ্দীপনা
ভালোবাসার প্রতি ভাঁজে ভাঁজে আদরে গা ভেজাও
কৃষ্ণ রাতের হাওয়ায় সুপ্তদৃষ্টির একরাশ বৃষ্টি ঝরাও
আমার অন্ধকারে আঁকো মোহিনীজ্যোৎস্নার আলপনা”
“অন্তঃপুরে যেথা তোমারই অনুরূপ মেঘেরা
স্বপ্নের অঙ্কুর উপহার দেয় কফির কাপে
সন্ধ্যেগুলো ঢেকেছে, বিষমখাওয়া কুয়াশার ছাই
জ্বরের মত সুন্দর তোমার উষ্ণতা চাই।“
(৪৭)
"মুষল ধারে বৃষ্টি হবে চঞ্চল রাস্তায়
দাঁড়িয়ে রইলাম, বৃষ্টি আসবে বলে
এল, ঝুম বৃষ্টিতে বুকের আঁচল উড়িয়ে দিল
সিগারেট ফুঁকতে ফুঁকতে অবিরত পারিনি
আমি ভিজতে সম্পর্কের অনুভূমিক তলে
"রাত এলে হাতছানি-তোমার দেহঘন সুন্দর উষ্ণতা চাই
অরুচি ঠোঁট ভেতর ভেতর ক্লান্ত তবু চুম্বনে ক্লান্তি নেই …
(৪৮)
“মেঘ তুমি কিশোরীর ভাষা আদিম বুনো উদ্দীপনা
ভালোবাসার প্রতি ভাঁজে ভাঁজে আদরে গা ভেজাও
কৃষ্ণ রাতের হাওয়ায় সুপ্তদৃষ্টির একরাশ বৃষ্টি ঝরাও
আমার অন্ধকারে আঁকো মোহিনীজ্যোৎস্নার আলপনা”
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সজীব ২৫/০৭/২০১৬ভাল