এ তোমার কেমন ধারা
এ তোমার কেমন ধারা গন্ধহারা হেলাফেলা ভালোবাসা
হৃদয় জুড়ে নীল বুননে ঘাস গজানো আশাহত দুঃখ ছাওয়া
তোমার এ কেমন ধারা উষ্ণ চুমুক সর্বগ্রাসী অবিনাশী প্রমত্ত প্রেম
মনের সত্তায় আঁধার কোনায় ঝুলতে থাকা হৃদকষ্টের বিলাসী ফ্রেম
তোমার এ কেমন ধারা এলোমেলো উন্নাসিক মুগ্ধ মায়া
মধ্যরাতে জল সংসারে ক্ষিপ্ত ঢেউয়ে ভাসমান স্বপ্ন কায়া
তোমার এ কেমন ধারা কাছে নেয়া ছন্নছাড়া
কষ্ট বিকেল নিঃস্ব রিক্ত বোবা কান্না হতচ্ছাড়া
এ তোমার কেমন ধারা অযত্নের মনের ভেলা
অনুক্ষণ বিষাদ দহন নিলয় পোড়া ভঙ্গ খেলা
এ তোমার কেমন ধারা দিন বদলের গল্প বলা
খরাবৃষ্টির অকাল বোধন ক্লান্ত ক্লিষ্ট পান্থশালা
এ তোমার কেমন ধারা মান অভিমান দেয়া নেয়া
বোবা জ্যোৎস্না আলোকধারায় অবসাদে ভিজিয়ে দেয়া
এ তোমার কেমন ধারা অশ্রু ফোঁটা
আজন্ম ফসলী গেহর তৃষ্ণা বাটা
এ তোমার কেমন ধারা স্বরবিক্ষেপ সম্ভাষণ
কষ্ট জমা ঝর্ণা ঝরা লাল প্রহরের নীল চুম্বন
এ তোমার কেমন ধারা উন্মাদনা কামকেলি
নিথর দুপুর বিন্দু বৃত্তে সী-নিম্ফের জলকেলি
এ তোমার কেমন ধারা আদর করা
বিলাপ প্রলাপ দীর্ঘশ্বাসে ব্যস্ত ত্রস্ত পাগলপারা
এ তোমার কেমন ধারা সুরের ধরন
নকশী কাঁথা এফোঁড় ওফোঁড় আদিম বন্য আকর্ষণ
এ তোমার কেমন ধারা রেখায় রেখায় পথ চলা
যখন তখন ইচ্ছে ঘুড়ি দিকের বদল শূন্যতায় পথহারা
এ তোমার কেমন ধারা তেল রঙের চিত্রকলা
অবিরল রঙের ধারায় বিবর্ণ সব বর্ণমালা
এ তোমার কেমন ধারা জীবন যাপন
নিশাচরের মতো অদৃশ্য কাঁটায় প্রমোদ ভ্রমণ
এ তোমার কেমন ধারা উল্টোপাল্টা প্রতিশোধ
বিচ্যুতিময় নৈঃশব্দের বিভাজিত বোধ অবোধ
এ তোমার কেমন ধারা অনভিপ্রেত বায়না শুনি
সূর্যালোকে একাকীত্বে দূর আকাশের তাঁরা গুনি
এ তোমার কেমন ধারা নেশা করা উন্মত্ত মাতাল প্রণয় লীলা
নগ্নদেহে মৃগ নাভির গন্ধ মেখে যত্র তত্র আঁচড় কেটে রক্ত চোষা
এ তোমার কেমন ধারা চোখের মণি
অযুত পাখীর কলরবে অজগরের শঙ্খ ধ্বনি
এ তোমার কেমন ধারা দেহভঙ্গী
কুয়াশার মেঘ বিস্মরণে মৃত চাঁদের হয় সঙ্গী
এ তোমার কেমন ধারা উড়ন্ত আঁচল
আমার বিলাপ দীর্ঘশ্বাস ভূতগ্রস্ত মুদ্রা অচল
এ তোমার কেমন ধারা পেলব বাহুর মন-ভোলানো কঠিন ডোর
রুদ্ধশ্বাসে নিত্য কাঁদে কলঙ্কিনী নিঃসঙ্গ প্রাণোজ্জল সোনালি ভোর
এ তোমার কেমন ধারা সহাস্য প্রজ্ঞাপণ
আদিম শ্বাসে অশ্ব পিঠে বিকলাঙ্গ বিজ্ঞাপন।
স্বপ্নময় স্বপন
হৃদয় জুড়ে নীল বুননে ঘাস গজানো আশাহত দুঃখ ছাওয়া
তোমার এ কেমন ধারা উষ্ণ চুমুক সর্বগ্রাসী অবিনাশী প্রমত্ত প্রেম
মনের সত্তায় আঁধার কোনায় ঝুলতে থাকা হৃদকষ্টের বিলাসী ফ্রেম
তোমার এ কেমন ধারা এলোমেলো উন্নাসিক মুগ্ধ মায়া
মধ্যরাতে জল সংসারে ক্ষিপ্ত ঢেউয়ে ভাসমান স্বপ্ন কায়া
তোমার এ কেমন ধারা কাছে নেয়া ছন্নছাড়া
কষ্ট বিকেল নিঃস্ব রিক্ত বোবা কান্না হতচ্ছাড়া
এ তোমার কেমন ধারা অযত্নের মনের ভেলা
অনুক্ষণ বিষাদ দহন নিলয় পোড়া ভঙ্গ খেলা
এ তোমার কেমন ধারা দিন বদলের গল্প বলা
খরাবৃষ্টির অকাল বোধন ক্লান্ত ক্লিষ্ট পান্থশালা
এ তোমার কেমন ধারা মান অভিমান দেয়া নেয়া
বোবা জ্যোৎস্না আলোকধারায় অবসাদে ভিজিয়ে দেয়া
এ তোমার কেমন ধারা অশ্রু ফোঁটা
আজন্ম ফসলী গেহর তৃষ্ণা বাটা
এ তোমার কেমন ধারা স্বরবিক্ষেপ সম্ভাষণ
কষ্ট জমা ঝর্ণা ঝরা লাল প্রহরের নীল চুম্বন
এ তোমার কেমন ধারা উন্মাদনা কামকেলি
নিথর দুপুর বিন্দু বৃত্তে সী-নিম্ফের জলকেলি
এ তোমার কেমন ধারা আদর করা
বিলাপ প্রলাপ দীর্ঘশ্বাসে ব্যস্ত ত্রস্ত পাগলপারা
এ তোমার কেমন ধারা সুরের ধরন
নকশী কাঁথা এফোঁড় ওফোঁড় আদিম বন্য আকর্ষণ
এ তোমার কেমন ধারা রেখায় রেখায় পথ চলা
যখন তখন ইচ্ছে ঘুড়ি দিকের বদল শূন্যতায় পথহারা
এ তোমার কেমন ধারা তেল রঙের চিত্রকলা
অবিরল রঙের ধারায় বিবর্ণ সব বর্ণমালা
এ তোমার কেমন ধারা জীবন যাপন
নিশাচরের মতো অদৃশ্য কাঁটায় প্রমোদ ভ্রমণ
এ তোমার কেমন ধারা উল্টোপাল্টা প্রতিশোধ
বিচ্যুতিময় নৈঃশব্দের বিভাজিত বোধ অবোধ
এ তোমার কেমন ধারা অনভিপ্রেত বায়না শুনি
সূর্যালোকে একাকীত্বে দূর আকাশের তাঁরা গুনি
এ তোমার কেমন ধারা নেশা করা উন্মত্ত মাতাল প্রণয় লীলা
নগ্নদেহে মৃগ নাভির গন্ধ মেখে যত্র তত্র আঁচড় কেটে রক্ত চোষা
এ তোমার কেমন ধারা চোখের মণি
অযুত পাখীর কলরবে অজগরের শঙ্খ ধ্বনি
এ তোমার কেমন ধারা দেহভঙ্গী
কুয়াশার মেঘ বিস্মরণে মৃত চাঁদের হয় সঙ্গী
এ তোমার কেমন ধারা উড়ন্ত আঁচল
আমার বিলাপ দীর্ঘশ্বাস ভূতগ্রস্ত মুদ্রা অচল
এ তোমার কেমন ধারা পেলব বাহুর মন-ভোলানো কঠিন ডোর
রুদ্ধশ্বাসে নিত্য কাঁদে কলঙ্কিনী নিঃসঙ্গ প্রাণোজ্জল সোনালি ভোর
এ তোমার কেমন ধারা সহাস্য প্রজ্ঞাপণ
আদিম শ্বাসে অশ্ব পিঠে বিকলাঙ্গ বিজ্ঞাপন।
স্বপ্নময় স্বপন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সজীব ২৫/০৭/২০১৬সুন্দর বানিবিন্যাশ।।।।।।।
-
সৈয়দ আলি আকবর, ২৫/০৭/২০১৬ONEK SUNDOR
-
মোঃ সরব বাবু ২৫/০৭/২০১৬ভঙ্গিটা চমৎকার!
-
প্রিয় ২৪/০৭/২০১৬খুব সুন্দর ছন্দময় কবিতা।