ডম্বরু বাজে ওই
ডম্বরু বাজে ওই
কালবোশেখীর মত্ত হাওয়ায়
মেঘবালিকারা অঝোর ধারায়
ঝরিতে ঝরিতে ধরণী মাতায়
অভিমানবেগে হাওয়ার দাপটে
প্রাণচঞ্চল আজিকে বিদগ্ধ যত ভুঁই
ডম্বরু বাজে ওই
সিঁদুর রাঙানো মেঘবালিকা গিরির চূড়ায় আসে নামিয়া
মেঘদেশ হতে অঙ্গদ আনি গিরি বাহু দেয় ঢাকি
চকিতে চমক বিদ্যুৎ হানি শরমে মরমে লুকাইয়া থাকি
ক্ষণে ক্ষণে আসি পাহাড়ের গায়ে চায় উঁকি মারি
নিনাদে কাঁপায় দশ দিক জুড়ি শোনায় তাহার ঝঙ্কারওবীণা
মাভৈঃ মাভৈঃ ডম্বরু বাজে ওই
কে কোথায় আজ মঞ্জুভাষিণী কমলকুঞ্জাসনা
কোথা গেল সব শুভ্রবসনা মধুর মুরতি
পুরবাসিনীরা কই? ডম্বরু বাজে ওই।
হেথা আমি একা ভাসিয়া চলেছি
অনাদিকালের সঙ্গীতস্রোতে অসহ দুঃখ দ্রোহে
আর্তরোদনে এক নিমেষের ঝড়ে
ঘোর মত্ততা কাল বোশেখীর উন্মত্ততা দুলে ওঠে তরুলতা
ফেলে আসা কথা বিচ্ছেদ ব্যথা
স্মৃতি আঁখিজলে বিস্মৃতি তলে নিভৃতে বসিয়া রই
ডম্বরু বাজে ওই
মেঘ পাহাড়ের মত্ত লীলায় কাল বোশেখীর অট্টহাস্যে
নব বরষা তুলিয়া নিনাদ নাচিছে তাথৈ তাথৈ
ডম্বরু বাজে ওই
শেষ ফাগুনের সিঞ্চিত গীতরস কালের কন্দরে
মর্মর সঙ্গীতে ছুটিছে শুন্যে
সেথা হতে মোর অন্তরে টানি লই
ডম্বরু বাজে ডম্বরু বাজে ওই ... স্বপ্নময় স্বপন©
কালবোশেখীর মত্ত হাওয়ায়
মেঘবালিকারা অঝোর ধারায়
ঝরিতে ঝরিতে ধরণী মাতায়
অভিমানবেগে হাওয়ার দাপটে
প্রাণচঞ্চল আজিকে বিদগ্ধ যত ভুঁই
ডম্বরু বাজে ওই
সিঁদুর রাঙানো মেঘবালিকা গিরির চূড়ায় আসে নামিয়া
মেঘদেশ হতে অঙ্গদ আনি গিরি বাহু দেয় ঢাকি
চকিতে চমক বিদ্যুৎ হানি শরমে মরমে লুকাইয়া থাকি
ক্ষণে ক্ষণে আসি পাহাড়ের গায়ে চায় উঁকি মারি
নিনাদে কাঁপায় দশ দিক জুড়ি শোনায় তাহার ঝঙ্কারওবীণা
মাভৈঃ মাভৈঃ ডম্বরু বাজে ওই
কে কোথায় আজ মঞ্জুভাষিণী কমলকুঞ্জাসনা
কোথা গেল সব শুভ্রবসনা মধুর মুরতি
পুরবাসিনীরা কই? ডম্বরু বাজে ওই।
হেথা আমি একা ভাসিয়া চলেছি
অনাদিকালের সঙ্গীতস্রোতে অসহ দুঃখ দ্রোহে
আর্তরোদনে এক নিমেষের ঝড়ে
ঘোর মত্ততা কাল বোশেখীর উন্মত্ততা দুলে ওঠে তরুলতা
ফেলে আসা কথা বিচ্ছেদ ব্যথা
স্মৃতি আঁখিজলে বিস্মৃতি তলে নিভৃতে বসিয়া রই
ডম্বরু বাজে ওই
মেঘ পাহাড়ের মত্ত লীলায় কাল বোশেখীর অট্টহাস্যে
নব বরষা তুলিয়া নিনাদ নাচিছে তাথৈ তাথৈ
ডম্বরু বাজে ওই
শেষ ফাগুনের সিঞ্চিত গীতরস কালের কন্দরে
মর্মর সঙ্গীতে ছুটিছে শুন্যে
সেথা হতে মোর অন্তরে টানি লই
ডম্বরু বাজে ডম্বরু বাজে ওই ... স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সজীব ২০/০৭/২০১৬সুন্দর