www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ডম্বরু বাজে ওই

ডম্বরু বাজে ওই
কালবোশেখীর মত্ত হাওয়ায়
মেঘবালিকারা অঝোর ধারায়
ঝরিতে ঝরিতে ধরণী মাতায়
অভিমানবেগে   হাওয়ার দাপটে
প্রাণচঞ্চল আজিকে  বিদগ্ধ যত ভুঁই
    ডম্বরু বাজে ওই
সিঁদুর রাঙানো মেঘবালিকা গিরির চূড়ায়  আসে নামিয়া
মেঘদেশ হতে অঙ্গদ আনি   গিরি বাহু দেয় ঢাকি  
চকিতে চমক বিদ্যুৎ হানি   শরমে মরমে লুকাইয়া থাকি
ক্ষণে ক্ষণে আসি     পাহাড়ের গায়ে চায় উঁকি মারি
নিনাদে কাঁপায় দশ দিক জুড়ি   শোনায় তাহার ঝঙ্কারওবীণা
    মাভৈঃ মাভৈঃ                 ডম্বরু বাজে ওই
কে কোথায় আজ    মঞ্জুভাষিণী কমলকুঞ্জাসনা
কোথা গেল সব     শুভ্রবসনা মধুর মুরতি
পুরবাসিনীরা কই?    ডম্বরু বাজে ওই।
হেথা আমি একা      ভাসিয়া চলেছি
অনাদিকালের সঙ্গীতস্রোতে   অসহ দুঃখ দ্রোহে
     আর্তরোদনে এক নিমেষের ঝড়ে  
ঘোর মত্ততা কাল বোশেখীর উন্মত্ততা  দুলে ওঠে তরুলতা
ফেলে আসা কথা       বিচ্ছেদ ব্যথা
স্মৃতি আঁখিজলে বিস্মৃতি তলে      নিভৃতে বসিয়া রই
                   ডম্বরু বাজে ওই
মেঘ পাহাড়ের মত্ত লীলায়  কাল বোশেখীর অট্টহাস্যে
নব বরষা তুলিয়া নিনাদ নাচিছে তাথৈ  তাথৈ
                ডম্বরু বাজে ওই
শেষ ফাগুনের সিঞ্চিত গীতরস   কালের কন্দরে
        মর্মর সঙ্গীতে     ছুটিছে  শুন্যে
      সেথা হতে মোর অন্তরে টানি লই
     ডম্বরু বাজে     ডম্বরু বাজে ওই ... স্বপ্নময় স্বপন©
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সজীব ২০/০৭/২০১৬
    সুন্দর
 
Quantcast