হিংসায় উন্মত্ত পৃথ্বী
মাটির উপরে মাটি তার উপরে মেঘ
মেঘের উপরে মেঘ তার উপরে আকাশ
আকাশের উপরে আকাশ তার উপরে আকাশ
নিঃসীম নীল নির্মল প্রশান্তির আভাস
ভয়শূন্য দ্বিধামুক্ত উজ্জ্বল দ্যুতির প্রকাশ
তার নীচে আকাশ আকাশের নীচে মাটি
মাটির নীচে মাটি মাটির উপরে মাটি
বিকশিত বিষাদ ক্রোধের সঞ্চার বিপথগামী জমি
তুষ্টিহীন ক্লান্তিহীন খণ্ডিত দৃষ্টির যুক্তিহীন অভিলাষ
স্বার্থপরতা লুব্ধদৃষ্টি আর লুপ্তদৃষ্টির বাকশব্দহীন যুগলবন্দী
হাহুতাশময় জীবনের ভরাডুবিতে নিষ্ঠুরতা ও অদম্য ক্রোধের সন্ধি
স্তন বঞ্চিত শিশুদের বৃদ্ধি বিলাসী অন্ধকারে বন্ধ দিগন্তের কপাট
হানাহানি লুটতরাজ ব্যাপক উল্লাস দুঃখ কলঙ্ক দিবাস্বপ্নের চাষ
নির্ঘুম অমাবস্যার রাত্রিতে ক্ষুধার্ত অজগরদের শোভাযাত্রা বিরাট
পচনশীল সমাজে আদিম উন্মাদনায় ব্যাপৃত নানাবিধ জাগতিক সিদ্ধি
ক্ষয়ে লয়ে ক্ষোভে ত্রাসে লোভে ক্রোধে কম্পিত আজ
হিংসায় উন্মত্ত পৃথ্বী।
- স্বপ্নময় স্বপন©
মেঘের উপরে মেঘ তার উপরে আকাশ
আকাশের উপরে আকাশ তার উপরে আকাশ
নিঃসীম নীল নির্মল প্রশান্তির আভাস
ভয়শূন্য দ্বিধামুক্ত উজ্জ্বল দ্যুতির প্রকাশ
তার নীচে আকাশ আকাশের নীচে মাটি
মাটির নীচে মাটি মাটির উপরে মাটি
বিকশিত বিষাদ ক্রোধের সঞ্চার বিপথগামী জমি
তুষ্টিহীন ক্লান্তিহীন খণ্ডিত দৃষ্টির যুক্তিহীন অভিলাষ
স্বার্থপরতা লুব্ধদৃষ্টি আর লুপ্তদৃষ্টির বাকশব্দহীন যুগলবন্দী
হাহুতাশময় জীবনের ভরাডুবিতে নিষ্ঠুরতা ও অদম্য ক্রোধের সন্ধি
স্তন বঞ্চিত শিশুদের বৃদ্ধি বিলাসী অন্ধকারে বন্ধ দিগন্তের কপাট
হানাহানি লুটতরাজ ব্যাপক উল্লাস দুঃখ কলঙ্ক দিবাস্বপ্নের চাষ
নির্ঘুম অমাবস্যার রাত্রিতে ক্ষুধার্ত অজগরদের শোভাযাত্রা বিরাট
পচনশীল সমাজে আদিম উন্মাদনায় ব্যাপৃত নানাবিধ জাগতিক সিদ্ধি
ক্ষয়ে লয়ে ক্ষোভে ত্রাসে লোভে ক্রোধে কম্পিত আজ
হিংসায় উন্মত্ত পৃথ্বী।
- স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সভ্যচাষী সপ্তম ১৮/০৭/২০১৬বুঝলাম না
-
মোবারক হোসেন ১৮/০৭/২০১৬অনেক সুন্দর।
-
সজীব ১৭/০৭/২০১৬cholba
-
অঙ্কুর মজুমদার ১৭/০৭/২০১৬vlo.......