অতৃপ্ত আত্মা
মরতে মরতে বেঁচে উঠি ঘুমোতে ঘুমোতে জেগে উঠি
ঝড়-বিধ্বস্ত রতিকান্ত সাপের মতন ক্লান্ত-পরিশ্রান্ত
অন্ধকার কুয়াশার কাফন হয়ে পড়ে আছি বহুদূর অজ্ঞাত !
যন্ত্রণাগুলো নীল আগুন ছড়িয়ে নিষিদ্ধ ছায়াছবি হয়ে
ভেসে থাকে রাতের গভীরে, যেন নিঃশব্দ আততায়ী...।
শব্দহীন বর্ণহীন বিব্রতকর এই অস্তিত্ব ... হৃদপত্রে-অজস্র নিষিদ্ধ গোপন হয়ে আছে আমার বেহিসাবী জীবনের গল্পে
অবচেতনে বেরিয়ে পড়ে অতৃপ্ত আত্মা নির্জন অন্ধকারে
লুকিয়ে থাকা নক্ষত্রের মতন নরক জীবনের সমান্তরালে
ভুলে যাই পৃথিবীর জ্যামিতি...বুকে আঁকড়ে থাকি শূন্যতার পৃথিবী
ধূসর শূন্যতায় অমাবস্যার নীতি গ্রন্থে লিখে রাখি বর্ণহীন অক্ষরে
পতনকাব্যে আহত প্রাপ্তবয়স্ক বর্ধিষ্ণু মস্তিষ্ক বিকৃতি।
নির্ভেজাল অভিমানে কালের দীর্ঘশ্বাস মনে করিয়ে দেয়
ঘুমন্ত আগ্নেয়গিরির মতন বিদগ্ধ আত্মার আকুতি!
স্বপ্নময় স্বপন
ঝড়-বিধ্বস্ত রতিকান্ত সাপের মতন ক্লান্ত-পরিশ্রান্ত
অন্ধকার কুয়াশার কাফন হয়ে পড়ে আছি বহুদূর অজ্ঞাত !
যন্ত্রণাগুলো নীল আগুন ছড়িয়ে নিষিদ্ধ ছায়াছবি হয়ে
ভেসে থাকে রাতের গভীরে, যেন নিঃশব্দ আততায়ী...।
শব্দহীন বর্ণহীন বিব্রতকর এই অস্তিত্ব ... হৃদপত্রে-অজস্র নিষিদ্ধ গোপন হয়ে আছে আমার বেহিসাবী জীবনের গল্পে
অবচেতনে বেরিয়ে পড়ে অতৃপ্ত আত্মা নির্জন অন্ধকারে
লুকিয়ে থাকা নক্ষত্রের মতন নরক জীবনের সমান্তরালে
ভুলে যাই পৃথিবীর জ্যামিতি...বুকে আঁকড়ে থাকি শূন্যতার পৃথিবী
ধূসর শূন্যতায় অমাবস্যার নীতি গ্রন্থে লিখে রাখি বর্ণহীন অক্ষরে
পতনকাব্যে আহত প্রাপ্তবয়স্ক বর্ধিষ্ণু মস্তিষ্ক বিকৃতি।
নির্ভেজাল অভিমানে কালের দীর্ঘশ্বাস মনে করিয়ে দেয়
ঘুমন্ত আগ্নেয়গিরির মতন বিদগ্ধ আত্মার আকুতি!
স্বপ্নময় স্বপন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস, এম, আরশাদ ইমাম ২২/০৭/২০১৬দারুণ। ভালো লেগেছে।
-
দেবজ্যোতিকাজল ২১/০৭/২০১৬ভাল বেশ
-
সজীব ২১/০৭/২০১৬চলবে
-
নাবিক ২১/০৭/২০১৬অনেক সুন্দর