www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনিবার্য্য

বেড়েই চলেছে নিষ্ঠুরতা দুঃস্বপ্ন খাঁ  খাঁ  শূন্যতা
বেড়েই চলেছে অনিয়ন্ত্রিত মানুষের ঢল দৈন্যতা
বেড়েই চলেছে সৃষ্টি অবসাদ অপমৃত্যু নিঃসঙ্গতা
বেড়েই চলেছে শৃঙ্খল দাবানল ঝাঁঝালো মত্ততা
বেড়েই চলেছে ঝাঁঝালো বাতাস বৈশ্বিক উষ্ণতা
বেড়েই চলেছে অনাবৃষ্টি খরাবৃষ্টি যান্ত্রিক গতিময়তা
বেড়েই চলেছে বেগ আবেগ ভাবাবেগ পরনির্ভরতা
বেড়েই চলেছে ব্যাঙাচির জীবনচক্রে ধূসরধুলোময়তা
বেড়েই চলেছে বাষ্পভুত আত্মার সাথে ধ্বংসকামীদের সখ্যতা
বেড়েই চলেছে প্লাবন ঝড় ঘূর্ণি জলোচ্ছাস নৈঃশব্দের মগ্নতা
বেড়েই চলেছে মরুভুমি অনাহারী স্বপ্নশব ক্ষতবিক্ষত মৌনতা
বেড়েই চলেছে কাম ক্রোধ লোভ ক্ষোভ মোহ মাৎসর্য ক্রুরতা
বেড়েই চলেছে কানাকানি হানাহানি লুটতরাজ অবাধ যৌনতা
বেড়েই চলেছে কলঙ্ক বিরহ বিবাদ বিসম্বাদ ধর্ষিত কাম্য সততা
বেড়েই চলেছে অবজ্ঞা অবহেলা জুয়াচুরি লাম্পট্য প্রেমেরনিরর্থকতা
বেড়েই চলেছে বিভাজন সর্বহারা সংশয় হিংসা দ্বেষ বিদ্বেষ মূর্খতা
বেড়েই চলেছে ভয় আতঙ্ক জলাতঙ্ক মহামারী ছত্রেছত্রেসময়হীনতা
বেড়েই চলেছে দহন দাহে নষ্ট জন্ম পিতাহীন জননীর লজ্জা নিস্তব্ধতা
বেড়েই চলেছে এলোমেলো কল্পনা কুয়াশার পাঁজরে সময়ের অস্থিরতা
বেড়েই চলেছে অন্ধকারে লালসার তোড়ে রক্তবর্ণ বাতাসের ভৌতিকতা
বেড়েই চলেছে বিন্যস্ত শক্তির মাদকতা, মান অভিমান অপমানের অর্ঘ্য
আর এভাবেই ধ্রুপদী  জলরাত্রির গহীনে  জীবনকে স্মরণ করতে  করতে
বেহুদা সভ্যতার  শিল্পিত ভবিতব্যের কাকস্য পরিবেদনা শুনতে শুনতে
তুমি আমি আমরা সবাই লালসার ক্ষিপ্ত ঢেউয়ের তোড়ে ভেসে যাচ্ছি
যেথায় অমাবস্যার রমণীয় সম্মোহনে কৃষ্ণরাতের নীল দংশনে ধ্বংস অনিবার্য্য।
                                                    স্বপ্নময় স্বপন©
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আনিসা নাসরীন ২১/০৭/২০১৬
    শুভেচ্ছা রইল
  • মাহাবুব ২১/০৭/২০১৬
    কি আর বলবো, সব তো আপনিই বলেদিলেন...
    শুভেচ্ছা।
 
Quantcast