গুচ্ছকবিতা-৪৫
প্রতিটি শব্দই আমার নৈঃশব্দের ব্যঞ্জনা
প্রতিটি নৃত্যই আমাদের অব্যক্ত কল্পনা
প্রতিটি সূর্যাস্তই আমাদের তন্দ্রাচ্ছন্ন স্বপ্ন
দেখা হয়নি জীবনের হেঁয়ালি কার্যদিবসে
তুলে রেখেছি সযত্নে অনূঢ়া অধরের চুম্বনে
এইসব এবং তোমায় তুলব বৃষ্টির নৌকায়
আমার বিষাদ নীল উদ্দেশ্যহীন যাত্রায়...
স্বপ্নময় স্বপন©
প্রতিটি নৃত্যই আমাদের অব্যক্ত কল্পনা
প্রতিটি সূর্যাস্তই আমাদের তন্দ্রাচ্ছন্ন স্বপ্ন
দেখা হয়নি জীবনের হেঁয়ালি কার্যদিবসে
তুলে রেখেছি সযত্নে অনূঢ়া অধরের চুম্বনে
এইসব এবং তোমায় তুলব বৃষ্টির নৌকায়
আমার বিষাদ নীল উদ্দেশ্যহীন যাত্রায়...
স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনিসা নাসরীন ২১/০৭/২০১৬অনেক সুন্দর