গুচ্ছ কবিতা
( ৪)
কথায় কথা বাড়ে
কথার কথা চোখের কথা
হাসির কথা প্রাণের কথা
কথা কথা কাড়ে
কথা অনন্ত কথাতে জমে থাকা
ভালোবাসার বাড় বাড়ন্ত ।
স্বপ্নময় স্বপন©
(১৩)
কিছু মুখ কিছু মুখোশ
কিছু স্বপ্ন কিছু খোলস
কিছু প্রকাশ্যমান কিছু আড়াল
এটাই জীবন চলমান বহমান
নিতান্তই সমান্তরাল।
স্বপ্নময় স্বপন©
(২৪)
“রাতের পর রাত
নত্ররা নির্বাক
অভিমানী কথা
কিছু বাকি থাক “
স্বপ্নময় স্বপন©
(২৫)
"না ছুঁয়ে তোমাকে ছোঁব ফেরাবো না, পোড়াবো
দৃষ্টির অঙ্গারে স্বপ্নঘোর বিদগ্ধ জোছনায় "
- স্বপ্নময় স্বপন©
কথায় কথা বাড়ে
কথার কথা চোখের কথা
হাসির কথা প্রাণের কথা
কথা কথা কাড়ে
কথা অনন্ত কথাতে জমে থাকা
ভালোবাসার বাড় বাড়ন্ত ।
স্বপ্নময় স্বপন©
(১৩)
কিছু মুখ কিছু মুখোশ
কিছু স্বপ্ন কিছু খোলস
কিছু প্রকাশ্যমান কিছু আড়াল
এটাই জীবন চলমান বহমান
নিতান্তই সমান্তরাল।
স্বপ্নময় স্বপন©
(২৪)
“রাতের পর রাত
নত্ররা নির্বাক
অভিমানী কথা
কিছু বাকি থাক “
স্বপ্নময় স্বপন©
(২৫)
"না ছুঁয়ে তোমাকে ছোঁব ফেরাবো না, পোড়াবো
দৃষ্টির অঙ্গারে স্বপ্নঘোর বিদগ্ধ জোছনায় "
- স্বপ্নময় স্বপন©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনিসা নাসরীন ০৫/০৮/২০১৬সুন্দর সুন্দর সুন্দর
-
প্রিয় ১৫/০৭/২০১৬বন্ধু খুব ভালো হয়েছে।তবে কবিতার ভাগ গুলি বুঝতে পারলাম না ,''4''পর ''13'',''13''পর''24'',এ রকম কেন করেছো???
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০৭/২০১৬পড়লাম।
-
সজীব ১৫/০৭/২০১৬সুন্দর
-
দেবব্রত সান্যাল ১৫/০৭/২০১৬তারুণ্যে স্বাগত