অপ্রিয় ক্ষণ
অবজ্ঞার অভিব্যক্তির মতো অপ্রিয় এ ক্ষণ
জীবনের খেরোখাতা থেকে মুছে দেয়া যায় বুঝি?
বুঝি চাইলেই ছেঁচে ফেলা যায় সব ক্লেদাক্ত করুণ সময়?
প্রিয়তমের অভিশাপের মতো, অহেতুক অভিযোগের মতো,
উপেক্ষিত আক্ষেপের মতো দুঃসহ এ সময় থেকে বের হতে কে-ইবা না চায়?
তবু অবুঝ কিশোরীর অকারণ-অভিমান সম থেমে রয়
এ জীবন, এই ক্ষণ এ সময়!
জীবনের খেরোখাতা থেকে মুছে দেয়া যায় বুঝি?
বুঝি চাইলেই ছেঁচে ফেলা যায় সব ক্লেদাক্ত করুণ সময়?
প্রিয়তমের অভিশাপের মতো, অহেতুক অভিযোগের মতো,
উপেক্ষিত আক্ষেপের মতো দুঃসহ এ সময় থেকে বের হতে কে-ইবা না চায়?
তবু অবুঝ কিশোরীর অকারণ-অভিমান সম থেমে রয়
এ জীবন, এই ক্ষণ এ সময়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৩/০৫/২০২৪সুন্দর
-
আলমগীর সরকার লিটন ১২/০৫/২০২৪সুন্দর বোধগম্য
-
আব্দুর রহমান আনসারী ১১/০৫/২০২৪বেশ ভালো
-
ফয়জুল মহী ১০/০৫/২০২৪অনিন্দ্য সুন্দর উপস্থাপন