অনুতাপ
বৃথাই করেছি আঘাত তারে:
অকারণে বারেবারে
দিয়ে গেছি ব্যথা
শুনি নাই আর্তী তার। কোন কথা
শুনি নাই। দেইনি সুযোগ কিছু বলবার
তারে। করে গেছি রূঢ় ব্যবহার
বন্য পশুর মত
আঘাতে আঘাতে তারে করেছি আহত!
অকারনে অসহ্য যন্ত্রণা
দিয়ে গেছি। কোনোকিছু বিবেচনা
করিনাই তার সাথে।
ক্লান্ত স্বরে জোড়হাতে
নেত্রজলে তিতি বলেছে সে,
“এত ভালোবেসে
কেন এত করো হেলা?
বুকে টেনে নিয়ে কেন দাও এত জ্বালা?”
দেইনি উত্তর কিছু
ভাবিনাই আগ-পিছু।
বিনা অপরাধে তার নিষ্কলঙ্ক মুখে
এঁকেছি কলঙ্কচিহ্ন পৈশাচিক সুখে।
প্রিয়তম বন্ধুর দান
অবজ্ঞা, ঘৃণা, অপবাদ, অপমান
সইতে না পারি
করেছে সে আর্তনাদ, কেঁদেছে ফুকারি!
তবুও দেয়নি তারে এতোটুকু স্নেহ
শুধু ঘৃণা আর অযথা সন্দেহ
করে গেছি তারে। বারে বারে লাঞ্ছিত
হয়ে স্নেহ তৃষাতুর সেই ব্যথাহত
প্রিয়তম বন্ধুর দান
অবজ্ঞা, ঘৃণা, অপবাদ, অপমান
বিষাদ, বেদনা, ব্যথা আকরিয়া বুকে।
চলে গেছে আশাহীন, ভাষাহীন,নিঃশব্দ মুখে!
চলে গেছে সে
অচেনা আজানা এক রহস্যের দেশে।
খানিকটা শান্তি আর স্নেহের খোঁজে!
মৃত্যুর মাঝে
প্রেম, ভালোবাসা, সান্ত্বনা, স্নেহ
পেয়েছে সে আর কোন কেহ
বোঝে নাই এই দুঃখ-কষ্ট তার।
তাই রহস্য ঘেরা ওই দূর অজানার
দেশে গড়েছে সে পাড়ি
সবকিছু ছাড়ি, সব কিছু ছাড়ি!
অকারণে বারেবারে
দিয়ে গেছি ব্যথা
শুনি নাই আর্তী তার। কোন কথা
শুনি নাই। দেইনি সুযোগ কিছু বলবার
তারে। করে গেছি রূঢ় ব্যবহার
বন্য পশুর মত
আঘাতে আঘাতে তারে করেছি আহত!
অকারনে অসহ্য যন্ত্রণা
দিয়ে গেছি। কোনোকিছু বিবেচনা
করিনাই তার সাথে।
ক্লান্ত স্বরে জোড়হাতে
নেত্রজলে তিতি বলেছে সে,
“এত ভালোবেসে
কেন এত করো হেলা?
বুকে টেনে নিয়ে কেন দাও এত জ্বালা?”
দেইনি উত্তর কিছু
ভাবিনাই আগ-পিছু।
বিনা অপরাধে তার নিষ্কলঙ্ক মুখে
এঁকেছি কলঙ্কচিহ্ন পৈশাচিক সুখে।
প্রিয়তম বন্ধুর দান
অবজ্ঞা, ঘৃণা, অপবাদ, অপমান
সইতে না পারি
করেছে সে আর্তনাদ, কেঁদেছে ফুকারি!
তবুও দেয়নি তারে এতোটুকু স্নেহ
শুধু ঘৃণা আর অযথা সন্দেহ
করে গেছি তারে। বারে বারে লাঞ্ছিত
হয়ে স্নেহ তৃষাতুর সেই ব্যথাহত
প্রিয়তম বন্ধুর দান
অবজ্ঞা, ঘৃণা, অপবাদ, অপমান
বিষাদ, বেদনা, ব্যথা আকরিয়া বুকে।
চলে গেছে আশাহীন, ভাষাহীন,নিঃশব্দ মুখে!
চলে গেছে সে
অচেনা আজানা এক রহস্যের দেশে।
খানিকটা শান্তি আর স্নেহের খোঁজে!
মৃত্যুর মাঝে
প্রেম, ভালোবাসা, সান্ত্বনা, স্নেহ
পেয়েছে সে আর কোন কেহ
বোঝে নাই এই দুঃখ-কষ্ট তার।
তাই রহস্য ঘেরা ওই দূর অজানার
দেশে গড়েছে সে পাড়ি
সবকিছু ছাড়ি, সব কিছু ছাড়ি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০২/০৩/২০২২আত্মপর্যালোচনামূলক ও বিরহ কাতর কবিতা।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০২/০৩/২০২২সুন্দর প্রকাশ।
-
ফয়জুল মহী ০১/০৩/২০২২অনবদ্য লিখেছেন
-
আব্দুর রহমান আনসারী ০১/০৩/২০২২অনুপম সৃজন