www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিন্দুক

আমাকে জাগানোর মতো কেউ নেই
আমি দুরন্ত ভীষণ,
আমি ঘুমোলেই পাড়া জুড়োয়
হাফ ছেড়ে বাঁচে ব্যস্ত গৃহিণীরা!
তবু আমি ঘুমালেও তারা খুশি নয় –
আমার ঘুমটাও নাকি ভীষন দস্যিপনা !!


আমি মাঝ রাতে দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠি না,
অনাকাঙ্ক্ষিত হাত-পা ছুড়ি না,
মাতৃদুগ্ধের জন্য কান্না করি না,
নাকও ডাকি না রাতে।
তবুও সবাই কেন এমন করে আমার সাথে?

ঘুমোলেও কেউ বলে মরল নাকি? কেউ বলে গণ্ডার!
স্পষ্টতই, কারোরই পছন্দ না নিদ্রা আমার!


অথচ,
আমাকে জাগানোর মতো কেউ নেই,
আমাকে বোঝানোর মত কেউ নেই,
আমাকে বুঝবার মতো কেউ নেই,
আমাকে থামানোর মতো কেউ নেই!
পরিচালনার মতো কেউ নেই,
ভুল ভাঙানোর মতো কেউ নেই,
শোধরানোর মতো কেউ নেই!

তবুও তো আছে লোক – আছে নানা কাজে
নিয়ত ভাঙতে মন ব্যস্ত এ সমাজে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০২/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ অনুভূতির ছোঁয়া কবি দা
    • শাওন সিংহ ১৬/০২/২০২২
      ধন্যবাদ, মিঃ আলমগীর🌷। অনুভুতির ছোয়া কতটা লেগেছে তা জানিনা, চেষ্টা ছিলো সমাজের সেই সকল মানুষগুলোর মুখোশটা খুলে একটু উকি মারার যারা, কেবলমাত্র ক্ষত দেখলেই সেটা নিয়া তাচ্ছিল্য করতে পটু কিন্তু ক্ষত সারানোর চেষ্টা করার কথা ভাবতেও নারাজ।
  • বিধান চন্দ্র ধর ০৫/০২/২০২২
    এমনই তো চলে চারপাশে । গুছানো লেখা ভালো লাগলো ।
    • শাওন সিংহ ১৬/০২/২০২২
      ধন্যবাদ, মিঃ বিধান চন্দ্র 🌷। একটা ফেসবুক গ্রুপেও অনেকে বললো লেখাটা নাকি গুছানো, কিন্তু সত্যিকারার্থে আমার কাছে এটাকে বেশ এলোমেলো মনে হয়😔।
  • নিন্দুক থাকবেই।
    • শাওন সিংহ ১৬/০২/২০২২
      ধন্যবাদ, মিঃ ওয়াহিদুজ্জামান 🌷, নিন্দুক থাকাটাও দোষের কিছু না। সমাজ ও মানুষ ও মানবতার কথা ভেবে সত্য প্রকাশের জন্য নিন্দা করলে আমি সে নিন্দার পক্ষপাতী কিন্তু সমস্যা হলো এরা কোনো শুভ কর্ম কিংবা মানবিক বা সামাজিক কল্যাণের স্বার্থে সত্য প্রকাশের জন্য নিন্দা করে না বরং মাঝেমধ্যে নিন্দার স্বার্থে দু-একটা সত্য বলে।
  • ফয়জুল মহী ০৩/০২/২০২২
    অসামান্য রচনাশৈলী।
  • দারুণ
  • শ.ম. শহীদ ০৩/০২/২০২২
    খুব সুন্দর।
    শুভেচ্ছা ও শুভ কামনা রইলো।
  • চমৎকার
 
Quantcast