নিন্দুক
আমাকে জাগানোর মতো কেউ নেই
আমি দুরন্ত ভীষণ,
আমি ঘুমোলেই পাড়া জুড়োয়
হাফ ছেড়ে বাঁচে ব্যস্ত গৃহিণীরা!
তবু আমি ঘুমালেও তারা খুশি নয় –
আমার ঘুমটাও নাকি ভীষন দস্যিপনা !!
আমি মাঝ রাতে দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠি না,
অনাকাঙ্ক্ষিত হাত-পা ছুড়ি না,
মাতৃদুগ্ধের জন্য কান্না করি না,
নাকও ডাকি না রাতে।
তবুও সবাই কেন এমন করে আমার সাথে?
ঘুমোলেও কেউ বলে মরল নাকি? কেউ বলে গণ্ডার!
স্পষ্টতই, কারোরই পছন্দ না নিদ্রা আমার!
অথচ,
আমাকে জাগানোর মতো কেউ নেই,
আমাকে বোঝানোর মত কেউ নেই,
আমাকে বুঝবার মতো কেউ নেই,
আমাকে থামানোর মতো কেউ নেই!
পরিচালনার মতো কেউ নেই,
ভুল ভাঙানোর মতো কেউ নেই,
শোধরানোর মতো কেউ নেই!
তবুও তো আছে লোক – আছে নানা কাজে
নিয়ত ভাঙতে মন ব্যস্ত এ সমাজে!
আমি দুরন্ত ভীষণ,
আমি ঘুমোলেই পাড়া জুড়োয়
হাফ ছেড়ে বাঁচে ব্যস্ত গৃহিণীরা!
তবু আমি ঘুমালেও তারা খুশি নয় –
আমার ঘুমটাও নাকি ভীষন দস্যিপনা !!
আমি মাঝ রাতে দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠি না,
অনাকাঙ্ক্ষিত হাত-পা ছুড়ি না,
মাতৃদুগ্ধের জন্য কান্না করি না,
নাকও ডাকি না রাতে।
তবুও সবাই কেন এমন করে আমার সাথে?
ঘুমোলেও কেউ বলে মরল নাকি? কেউ বলে গণ্ডার!
স্পষ্টতই, কারোরই পছন্দ না নিদ্রা আমার!
অথচ,
আমাকে জাগানোর মতো কেউ নেই,
আমাকে বোঝানোর মত কেউ নেই,
আমাকে বুঝবার মতো কেউ নেই,
আমাকে থামানোর মতো কেউ নেই!
পরিচালনার মতো কেউ নেই,
ভুল ভাঙানোর মতো কেউ নেই,
শোধরানোর মতো কেউ নেই!
তবুও তো আছে লোক – আছে নানা কাজে
নিয়ত ভাঙতে মন ব্যস্ত এ সমাজে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০৫/০২/২০২২বেশ অনুভূতির ছোঁয়া কবি দা
-
বিধান চন্দ্র ধর ০৫/০২/২০২২এমনই তো চলে চারপাশে । গুছানো লেখা ভালো লাগলো ।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৪/০২/২০২২নিন্দুক থাকবেই।
-
ফয়জুল মহী ০৩/০২/২০২২অসামান্য রচনাশৈলী।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৩/০২/২০২২দারুণ
-
শ.ম. শহীদ ০৩/০২/২০২২খুব সুন্দর।
শুভেচ্ছা ও শুভ কামনা রইলো। -
মোঃজাকিরুল চৌধুরী ০৩/০২/২০২২চমৎকার