পরিপূর্ণ অপূর্ণতা
অনেক কিছু বলার ছিলো, থমকে গেছে সেসব কথা
নীরবতায় রূপ নিয়েছে অনেক গুমট মুখরতা!
অনেক ছিলো গল্প-কথা _ অলসতায় হয়নি লেখা
অনেক ছিল তুলির আচর ক্যানভাসে তা পায়নি রেখা।
হৃদয় জুড়ে ইচ্ছা ছিল একসাথে একপথে হাটা-
হাটতে গিয়ে হঠাৎ দেখি পথের'পরে শুধুই কাঁটা!
আমার অনেক স্বপ্ন ছিলো মিলিয়েছে সব শূন্যতায়-
দুই কথাতে এই তো জীবন- পরিপূর্ণ অপূর্ণতায়!
নীরবতায় রূপ নিয়েছে অনেক গুমট মুখরতা!
অনেক ছিলো গল্প-কথা _ অলসতায় হয়নি লেখা
অনেক ছিল তুলির আচর ক্যানভাসে তা পায়নি রেখা।
হৃদয় জুড়ে ইচ্ছা ছিল একসাথে একপথে হাটা-
হাটতে গিয়ে হঠাৎ দেখি পথের'পরে শুধুই কাঁটা!
আমার অনেক স্বপ্ন ছিলো মিলিয়েছে সব শূন্যতায়-
দুই কথাতে এই তো জীবন- পরিপূর্ণ অপূর্ণতায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৯/০৩/২০২২ভালো
-
জামাল উদ্দিন জীবন ০৬/০১/২০২২বেশ ভালো
-
মোঃজাকিরুল চৌধুরী ০৬/০১/২০২২চমৎকার কবি
-
শুভজিৎ বিশ্বাস ০৬/০১/২০২২দারুন দারুণ ❤❤❤
-
ফয়জুল মহী ০৬/০১/২০২২খুবই সুন্দর প্রকাশ