শহরের প্রাচীরে বন্দি
আমি আর আমার মন আজ,শহরের ইট প্রাচীরের সাথে মিশে বন্দি ।
প্রখর রোদে পুড়ে তৃষ্ণান্ত মন, খোজে একটু জলে ভিঝতে ।
যেমনটি মরুর বুকে উষ্ণ হয়ে থাকে বালি ।
সেখানে ভালবাসার ফুল ফোটার আগে ঝরে পড়ে ।
তুমি সেই মরুর বুকে জন্মানো ফুল ।
তোমার ভালবাসা দেওয়ার আগেই ঝরে যাও ।
এ কেমন নিয়তি আমার জন্য....
তুমি কেন নও পুরটা জুরে ।
প্রখর রোদে পুড়ে তৃষ্ণান্ত মন, খোজে একটু জলে ভিঝতে ।
যেমনটি মরুর বুকে উষ্ণ হয়ে থাকে বালি ।
সেখানে ভালবাসার ফুল ফোটার আগে ঝরে পড়ে ।
তুমি সেই মরুর বুকে জন্মানো ফুল ।
তোমার ভালবাসা দেওয়ার আগেই ঝরে যাও ।
এ কেমন নিয়তি আমার জন্য....
তুমি কেন নও পুরটা জুরে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ০৩/০৫/২০১৪Sundor
-
সফিউল্লাহ আনসারী ০২/০৫/২০১৪...ভাল লেগেছে ....