অদ্ভুদ ছেলে
অদ্ভুদ ছেলে-এর ব্লগ
-
চেয়ে দেখ ঐ নীল আকাঁশপানে
একা চাঁদটা তোমায় ডাকে,
শুনতে কি পাও তুমি
আমার কথা । [বিস্তারিত] -
নিশ্চুপ আকাশে কালো মেঘ ঢেকেছে ,
বাতাসে দখিনা জানালায় তুমি দাড়িয়ে,
তোমার এলো চুল বাতাসে খেলছে ।
কখনও ঠোটে আবার কখনও মুখ ঢেকে , [বিস্তারিত] -
পরন্ত বিকেলে সবুজ ঘাসের বুকে ধুল মেখে বসে একেলা ,
দেখছি দূর নীলিমার সাথে মিশে সাদা মেঘ করছে খেলা।
পাখীরা দল বেদে উরড়ছে দূর নীলিমার বুকে, ছুটে চলছে নীড়ে ফেরার আশায়।
প্রকৃতির নিয়মে সন্দে নামছে , আকাশ... [বিস্তারিত] -
আমি আর আমার মন আজ,শহরের ইট প্রাচীরের সাথে মিশে বন্দি ।
প্রখর রোদে পুড়ে তৃষ্ণান্ত মন, খোজে একটু জলে ভিঝতে ।
যেমনটি মরুর বুকে উষ্ণ হয়ে থাকে বালি ।
সেখানে ভালবাসার ফুল ফোটার আগে ঝরে পড়ে । [বিস্তারিত] -
তুমি ছিলে আমার মনের আকাশের রংধনু ।
আজ দূরে সরে চলে গেছ সুখের আশায়, আমার সব ভালো লাগা কেরে নিয়ে ।
ধরেছ হাত অন্যের , সার্থের প্রোয়জনে ।
একটি বার জানতে চাওনি , কেমন আছি আমি। [বিস্তারিত]