সাক্ষী
সাক্ষী
------------------- সামিন শুভ
সেই দিন চাঁদওতো
উঠেনি রাতে,
তবে চাঁদকে কেন
সাক্ষী করলে!
সেইদিন বৃষ্টিতো
নামেনি মেঘেতে,
তবে বৃষ্টিকে কেন
সাক্ষী করলে!
যারা দেখেনি তোমার
আমার, এক হওয়া,
ওরা কি করে বলো
সাক্ষী দেবে?!
সেইদিন তারা'রাতো
ফুটেনি আকাশে,
তবে তারা'দের কিকরে
সাক্ষী করলে!
সেইদিন জ্বোনাকীরা
ছিলোনা বাতাসে,
তবে জ্বোনাক কি করে
সাক্ষী করলে!
সকলের আড়ালে হয়েছিল
মন, দেওয়া নেওয়া,
সাক্ষী তব অমানিশা
আর বিধাতাপুরুষ ।।
★★★
------------------- সামিন শুভ
সেই দিন চাঁদওতো
উঠেনি রাতে,
তবে চাঁদকে কেন
সাক্ষী করলে!
সেইদিন বৃষ্টিতো
নামেনি মেঘেতে,
তবে বৃষ্টিকে কেন
সাক্ষী করলে!
যারা দেখেনি তোমার
আমার, এক হওয়া,
ওরা কি করে বলো
সাক্ষী দেবে?!
সেইদিন তারা'রাতো
ফুটেনি আকাশে,
তবে তারা'দের কিকরে
সাক্ষী করলে!
সেইদিন জ্বোনাকীরা
ছিলোনা বাতাসে,
তবে জ্বোনাক কি করে
সাক্ষী করলে!
সকলের আড়ালে হয়েছিল
মন, দেওয়া নেওয়া,
সাক্ষী তব অমানিশা
আর বিধাতাপুরুষ ।।
★★★
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদ খোকন নাজিরী ০৮/০৬/২০১৮বেশতো -এটাই নয় শেষতো ?
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৭/০৬/২০১৮অনেক ভাল।
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০৬/২০১৮সুন্দর।
-
রবিউল হাসান ০৭/০৬/২০১৮দারুন কাব্য কথন।ভালো লাগলো।