অ-ফিরা
:অ-ফিরা:
-সামিন শুভ
ফিরতে আমি চাইরে খুব
ফেরা কি সহজ এত;
যতই ভাবি ফিরবো এবার
যাই হারিয়ে ততো।
তোর চিন্তায় আগুন
বুকে, তিব্র দাবানল,
সুযোগ পেয়েও যায়না ফেরা
আমি বড়ই অচল।
এক মূহুর্তেই কাছে তুই
মূহুর্ত্বেই খুব দূর,
ভালোবাসার হয়না সকাল
আটকে আছে ভোর।
চোখের কোনে ক্ষত কেমন
হৃদয় রাঙা শ্বশান,
বোক ভেঙে দু'ভাগ
কেমন নিষ্ঠুরতার বাণ।
কি আছে আর আজ!
যে ফিরবো তোর পাশে,
হয়তো একদিন পাবো ফেরা!
বিভৎস্য আমার লাশে ।।
★★★
-সামিন শুভ
ফিরতে আমি চাইরে খুব
ফেরা কি সহজ এত;
যতই ভাবি ফিরবো এবার
যাই হারিয়ে ততো।
তোর চিন্তায় আগুন
বুকে, তিব্র দাবানল,
সুযোগ পেয়েও যায়না ফেরা
আমি বড়ই অচল।
এক মূহুর্তেই কাছে তুই
মূহুর্ত্বেই খুব দূর,
ভালোবাসার হয়না সকাল
আটকে আছে ভোর।
চোখের কোনে ক্ষত কেমন
হৃদয় রাঙা শ্বশান,
বোক ভেঙে দু'ভাগ
কেমন নিষ্ঠুরতার বাণ।
কি আছে আর আজ!
যে ফিরবো তোর পাশে,
হয়তো একদিন পাবো ফেরা!
বিভৎস্য আমার লাশে ।।
★★★
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ০৬/০৬/২০১৮অসাধারণ লেখা। ভাল থাকুন ও সঙ্গে থাকুন
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৬/২০১৮ভালো লাগলো।
ব্লগে স্বাগতম। -
রবিউল হাসান ০৬/০৬/২০১৮ভালো কাব্য ভাবনা।তবে কবিতায় বানান নির্ভুল হওয়া জরুরী।একটু মনযোগ দিবেন।
ভোর,হৃদয়,বুক,বিভৎস্য -
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৬/০৬/২০১৮অসাধারন।
-
সাইদ খোকন নাজিরী ০৬/০৬/২০১৮অসম্ভব সুন্দর!