মন খারাপ
মন খারাপ
---------------------- সামিন শুভ
মনটা ভালো থাকেনা
আপন মানুষ গুলোই
কেমন বে-আপন,
তখন, মনটা ভালো থাকেনা।
হু হু করে রিদয় নীড়ে
চোঁখের কোনে অস্ফুট অশ্রু,
মান ভাঙানোর যখন কেউ নেই
তখন,মনটা ভালো থাকেনা।
ভীষণ রকম যেন অন্ধকার
কালো অমাবস্যার বলয়,
চারদিক যেন ঝিঁ ঝিঁ ডাকছে
ব্যাথার পাহাড়ে নামছে প্রলয়।
ভীষণ একাকিত্বে তখন আমি
গভীর থেকে আরও গভীরে
ডুবে যাই,
ঠোঁট দুটি নিরব কেঁপে বাঁকা
স্তম্ভিত ভূবণ কেমন
উদাসীন অস্ত যায়।
পরিশ্রমে দেহ কালো হউক
চোঁখের কোনে কালো দাগ
দেহ হউক কাঠি কাঠি
তবুও মনটা ভালো হউক
আপনজনদের পাশে নিয়ে
হাঁসুক দাঁতের কপাটি।।
---------------------- সামিন শুভ
মনটা ভালো থাকেনা
আপন মানুষ গুলোই
কেমন বে-আপন,
তখন, মনটা ভালো থাকেনা।
হু হু করে রিদয় নীড়ে
চোঁখের কোনে অস্ফুট অশ্রু,
মান ভাঙানোর যখন কেউ নেই
তখন,মনটা ভালো থাকেনা।
ভীষণ রকম যেন অন্ধকার
কালো অমাবস্যার বলয়,
চারদিক যেন ঝিঁ ঝিঁ ডাকছে
ব্যাথার পাহাড়ে নামছে প্রলয়।
ভীষণ একাকিত্বে তখন আমি
গভীর থেকে আরও গভীরে
ডুবে যাই,
ঠোঁট দুটি নিরব কেঁপে বাঁকা
স্তম্ভিত ভূবণ কেমন
উদাসীন অস্ত যায়।
পরিশ্রমে দেহ কালো হউক
চোঁখের কোনে কালো দাগ
দেহ হউক কাঠি কাঠি
তবুও মনটা ভালো হউক
আপনজনদের পাশে নিয়ে
হাঁসুক দাঁতের কপাটি।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৫/০৬/২০১৮খুব সুন্দর।
-
রবিউল হাসান ০৫/০৬/২০১৮বেশ ভালো উপস্থাপনা।যত লিখছেন,তার চেয়ে বেশী পড়ুন।এতে লিখতে সুবিধা হবে।
-
সাইদ খোকন নাজিরী ০৫/০৬/২০১৮ঠিক তাই!
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৫/০৬/২০১৮অতুলনীয় নিবেদন।