শেষের উপহার
শেষের উপহার:
-সামিন শুভ
তুমি আর আসলেনা,
দিয়ে যে গেলে
সেই শেষ উপহার;
ভালোবাসি বলে।
দু'টি গোলাপের বাহার
রেখে গেলে চলে;
টেবিলে আজও সেখানেই
যেখানে রেখে ছিলে।
বাতাসও ফুঁ মেরে
ওদের ফেলে দেয়না;
ইঁদুরটাও ভূল করে
চুরি ওদের করেনা,
ওরাও হয়তো জানে
এযে আমার প্রেয়সীর
শেষ দেওয়া উপহার
ভালোবাসার শ্রেষ্ঠ তীর।
আজও অনুভব করিনা
ওরা শুকিয়েছে কিনা,
আজও যেন চীরনতুন
আমার রিদয় বীনা ।।
★★★
-সামিন শুভ
তুমি আর আসলেনা,
দিয়ে যে গেলে
সেই শেষ উপহার;
ভালোবাসি বলে।
দু'টি গোলাপের বাহার
রেখে গেলে চলে;
টেবিলে আজও সেখানেই
যেখানে রেখে ছিলে।
বাতাসও ফুঁ মেরে
ওদের ফেলে দেয়না;
ইঁদুরটাও ভূল করে
চুরি ওদের করেনা,
ওরাও হয়তো জানে
এযে আমার প্রেয়সীর
শেষ দেওয়া উপহার
ভালোবাসার শ্রেষ্ঠ তীর।
আজও অনুভব করিনা
ওরা শুকিয়েছে কিনা,
আজও যেন চীরনতুন
আমার রিদয় বীনা ।।
★★★
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ০৪/০৬/২০১৮খুব ভাল ভালবাসার গোলাপ ফুল।
-
সাইদ খোকন নাজিরী ০৪/০৬/২০১৮ভাল ভাল ভাল
আধাঁর রাতে যেমন আলো! -
আবম. আকাশ আহমেদ অভ্র ০৩/০৬/২০১৮চমৎকার একটি প্রেমের কবিতা ! ভীষন ভালো লাগলো !
-
রবিউল হাসান ০৩/০৬/২০১৮খুব সুন্দর স্বচ্ছ প্রেমের উপস্থাপনা।শুভ কামনা।
রিদয়‹হৃদয়