www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিতা - অমিমাংসিত বিরহ

কবিতা>
"অমীমাংসিত বিরহ"
----শামিম ইশতিয়াক
তুমি রোজ হাজির হও এক ফালি গোপন কষ্ট নিয়ে,
অমীমাংসিত কিছু বিরহ আর স্বার্থপর নির্ঘুম রাত নিয়ে,
তুমি আমার দেহের ভাজে ভাজে একে দিয়েছো নিঃসঙ্গতার নিপুন আলপনা,
ক্ষত করে দিয়েছো যন্ত্রণার অস্পষ্ট অমোচনীয় দাগ।
তোমায় ছাড়া ভালো থাকা যায় না বলেই হয়ত আমি উদ্ভ্রান্তের মত হাঁটি,
কল্পনায় তোমার উপস্থিতি এনে তোমার আজ্ঞুল ছুয়ে হেটে চলি সুখের ভোর হতে ক্লান্ত দূপুর অবধি,
সকালের কুয়াশা, দুপুরের খরারোদ, বিকেলের শান্ত হাওয়া, নিশির শর্বরী সব কিছু সাক্ষি হয়ে থাকে আমার একাকিত্বের নিরব অভিশাপের।
তোমায় আমি লালন করেছিলাম অন্তরে, বেধে দিয়েছিলাম তোমার জন্য সুখের ঘর,
দিয়েছিলাম সাদা গোলাপের মত স্নিগ্ধ কিছু মূহুর্ত,
স্বপ্ন বুনেছিলাম দুসাহসি নাবিকের মত, ভয়হীন নির্ভিক প্রেমিক হিসেবে দিয়েছিলাম আত্ত্বপরিচয়।
হঠাৎ কি যেনো হলো তোমার,
কি যেনো হলো আমার,
সূর্য কিরণ ছড়ালোনা আর ভোরে,
দূপূরের রোদ কেমন যেনো নেতিয়ে গেলো,
বিকাল হলো রক্তশূন্য মানবদেহের মত,
রাতগুলো হয়ে গেলো উজ্জ্বল,
বাতাসে উড়তে শুরু করল প্রেম,
ভালোবাসাগুলো যেনো স্যাতস্যাতে গন্দ্বে ভরপূর হলো,
মিলনের প্রজাতিরা উড়ে গেলো দূরে, বহু দূরে।
আমি বুঝেছিলাম এসব ই বিরহ, এসব ই যাতনা!!!
তুমি চলে গেলে আমার গ্রহ ছেড়ে,
আমি পথ হারালাম এই চেনা শহরে,
হৃদয় জানান দিল ভাঙ্গনের শব্দ !
আমি নিশ্চুপ, অচল হয়ে অনুভূতি কে বাচিয়ে রাখলাম,
আর তুমি তবুও বার বার এলে এক ফালি গোপন কষ্ট নিয়ে।
মাঝে মাঝেই ইচ্ছে হয় চিৎকার করে কাদি,
কেদে কেদে তোমার সামনে হাজির হয়ে বলি,
"দেখো আমি তোমার জন্য কাদছি, তোমার জন্য জন্য গাল বেয়ে গড়াচ্ছে নোনা জল"
কিন্তু আমি অপারগ,
ভীষন এক অনুশোচনা আমায় কুড়ে কুড়ে খাচ্ছে অনবরত,
তবে কি এটাই কষ্ট?
মনে হলো- ওটাই কষ্ট!
প্রতি রাতে ক্লান্তিতে চোখের পাতায় তুমি আসো,
সাথে আসে এক মুঠো মৃত্যু,
মৃত্যু আমায় খুজে ডাকে, আমায় হাতছানি দেয়,
আমি হাত উঁচিয়ে মানা করি তাকে, এখন আমায় খুজোনা,
তাকে় ছাড়া চলে যাই কি করে !!!

সেদিন ডায়রির পাতায় লিখেছিলাম আমার শেষ ইচ্ছের কথা,
গুটা গুটা কালো অক্ষরে লিখেছিলাম,
মৃত্যু কালে তুমি পাশে থাকবে।
তোমার হাতটি ধরে আমি দূরে চলে যাব।
কোথায় যাবো জানিনা।
শুধু জানি, তোমার হাত ধরে যাচ্ছি !

জানো, তোমায় ছাড়া বাচতে কষ্ট হয়, মরতেও ভয় হয়, কেনো জানো?
কারন তুমি রোজ হাজির হও এক ফালি গোপন কষ্ট নিয়ে. অমীমাংসিত বিরহ আর স্বার্থপর নির্ঘুম রাত নিয়ে..
------©®------
শামিম ইশতিয়াক
ময়মনসিংহ।
কবিতাটির আবৃত্তি লিংক - https://youtu.be/8AXsdY2-ftg
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast