সভ্য পুরুষ - শামিম ইশতিয়াক
প্রতি রাতেই খদ্দের আসে তার কাছে, গভীর আলিঙ্গনের নেশায় শুয়ে পরে তার পাশে!
এক এক করে উন্মুক্ত হতে থাকে, বিবস্ত্র লজ্জ্বাহীন.....
ঘোর কেটে যায় তার, মানিব্যাগ থেকে মলিন একটা নোট বের করে সম্ভ্রম এর মূল্য দিয়ে শার্ট এর বোতাম লাগাতে ব্যাস্ত হয় সভ্য পুরুষ, নোটে লেখা থাকে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকবে....
অথচ কি নির্মম এই সমাজ, নির্মমতা থাকে এই লেনদেনে, প্রতি রাতে সাক্ষি হইয়ে যায় কিছু অস্পর্শ আটালো পানিয়,
শাড়ির আচল টানতে টানতে মনে পরে অসুস্থ মা, বৃদ্ধ বাবা আর ক্ষুধার্ত সন্তানের কথা...
বিছানায় ঝড় তোলা এই মেয়েটারো ছিলো কিছু সাজানো ঘুছানো স্বপ্ন যা অনাকুল থেকেই বিনাস হইয়েছে কোন এক অনাহুত ঝড়ের রাতে...
এরা কারো মা, কারো বোন, কারো খুব প্রিয় জন অথচ কি এক চাহিদায় ভুলে যায় সবার কথা, অন্ধকারে এদের মূল্য হয় একটা নোটের মূল্যছাড় এর সাথে....
এরা হাত পেতে চাইতে জানেনা, বিলিয়ে দিতে নিতে জানে...
আমরা পুরুষ সমাজ বড্ড আমুদে তাই নিজের অজান্তেই সমর্থন করে যাই অবলাদের পাপিষ্ঠতারর সাথে....
শামিম ইশতিয়াক
ময়মনসিংহ
এক এক করে উন্মুক্ত হতে থাকে, বিবস্ত্র লজ্জ্বাহীন.....
ঘোর কেটে যায় তার, মানিব্যাগ থেকে মলিন একটা নোট বের করে সম্ভ্রম এর মূল্য দিয়ে শার্ট এর বোতাম লাগাতে ব্যাস্ত হয় সভ্য পুরুষ, নোটে লেখা থাকে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকবে....
অথচ কি নির্মম এই সমাজ, নির্মমতা থাকে এই লেনদেনে, প্রতি রাতে সাক্ষি হইয়ে যায় কিছু অস্পর্শ আটালো পানিয়,
শাড়ির আচল টানতে টানতে মনে পরে অসুস্থ মা, বৃদ্ধ বাবা আর ক্ষুধার্ত সন্তানের কথা...
বিছানায় ঝড় তোলা এই মেয়েটারো ছিলো কিছু সাজানো ঘুছানো স্বপ্ন যা অনাকুল থেকেই বিনাস হইয়েছে কোন এক অনাহুত ঝড়ের রাতে...
এরা কারো মা, কারো বোন, কারো খুব প্রিয় জন অথচ কি এক চাহিদায় ভুলে যায় সবার কথা, অন্ধকারে এদের মূল্য হয় একটা নোটের মূল্যছাড় এর সাথে....
এরা হাত পেতে চাইতে জানেনা, বিলিয়ে দিতে নিতে জানে...
আমরা পুরুষ সমাজ বড্ড আমুদে তাই নিজের অজান্তেই সমর্থন করে যাই অবলাদের পাপিষ্ঠতারর সাথে....
শামিম ইশতিয়াক
ময়মনসিংহ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৩/১১/২০১৮বেশ সুন্দর
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০১/১১/২০১৮সুন্দর লিখেছেন