ভুল
সদ্যউদিত যৌবন,বয়সটাও নেহায়েত নেশাপ্রবণ,
ভুল রাস্তাটা ক্রমশ ফুটে উঠে অবলিপ্ত ভাবে,
ভুল সাক্ষাতে বক্ষযুগল কেপে ওঠে ভুল মানুষের স্পর্শে!
হারিয়ে যায় প্রেমাবতার আক্রোশে, ফুলে ফেঁপে উঠে আবেগপূর্ণ প্রেম.....
তার ভেতরবাড়ি জুড়ে অন্যের বসবাস, আবেশে কেটে যায় প্রহর রজনী,
মা বাবার দিগদর্শী স্বপ্নজাল ভেদ করে বিশ্বাসভূমি উজার করে মনোজগৎ লেপটে যায় অন্য কারো ছোঁয়াতে,
সতিত্ব নিয়ে মাথাব্যথা বিলুপ্ত হয় কারো লুলাপো দৃষ্টিতে, দরজায় কপাট এটে অবলিলায় চলে বিশ্বাসভঙ্গতা,
অত:পর নিজের ভাইরাল ভিডিও দেখে চোখেরজল মুছতে ব্যাবহার হয় সিল্কের উড়নার ময়লাটে কোনা,
তবুও ভালোবাসা কে উচ্চরব করতে একটুও মাথা নয় হয়না ষোড়শী মেয়েটির.......
ভুল রাস্তাটা ক্রমশ ফুটে উঠে অবলিপ্ত ভাবে,
ভুল সাক্ষাতে বক্ষযুগল কেপে ওঠে ভুল মানুষের স্পর্শে!
হারিয়ে যায় প্রেমাবতার আক্রোশে, ফুলে ফেঁপে উঠে আবেগপূর্ণ প্রেম.....
তার ভেতরবাড়ি জুড়ে অন্যের বসবাস, আবেশে কেটে যায় প্রহর রজনী,
মা বাবার দিগদর্শী স্বপ্নজাল ভেদ করে বিশ্বাসভূমি উজার করে মনোজগৎ লেপটে যায় অন্য কারো ছোঁয়াতে,
সতিত্ব নিয়ে মাথাব্যথা বিলুপ্ত হয় কারো লুলাপো দৃষ্টিতে, দরজায় কপাট এটে অবলিলায় চলে বিশ্বাসভঙ্গতা,
অত:পর নিজের ভাইরাল ভিডিও দেখে চোখেরজল মুছতে ব্যাবহার হয় সিল্কের উড়নার ময়লাটে কোনা,
তবুও ভালোবাসা কে উচ্চরব করতে একটুও মাথা নয় হয়না ষোড়শী মেয়েটির.......
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরিকুল ইসলাম ১৭/০৩/২০১৮হায় ! বাস্তবতা
-
ইবনে মিজান ০২/০৩/২০১৮ভুল করেই ভুল হয়
-
রনি বিশ্বাস ২৭/০২/২০১৮Excellent
-
রেজাউল রেজা (নীরব কবি) ২৭/০২/২০১৮Nice!
-
মোঃআরাফাত হোসাইন ২৬/০২/২০১৮supper