www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি রাজাকার বিচার কর আমার

"আমি রাজাকার, বিচার কর আমার"
-----শামিম ইশতিয়াক
পাকিস্তান জিন্দাবাদ বলে আল বদররের পালেরা তুলে এনেছে সখিনাকে, সপে দিয়েছে ওই আজন্ম বেহায়া পাকি কিটের কাছে,
কিটের ক্ষুদা আজ সর্বসাকুল্য নিয়ে ছুটে চলছে সকিনার স্তনদ্বয়ের দিকে,
চোখের সুড়ঙ্গ জুরে শুধু লোভনিয় দৃষ্টি, প্রতিটি পলক যেন কামনিয় আর উল্লাসিত,,,
লালসায় মাথা তুলে জেগে উঠা শরিরের অংশটি আজ বড্ড ক্ষুধাতুর, হারিয়েছে দিক বেদিক ভুলেছে বিবেকত্তের তাপস্য।
ওহে আটকাও ওকে,
ওহে থামাও ওকে.
কোথাই গেল শেখ মুজিব?
কোথাই গেল মুক্তিসেনা?
আটকাও ওই লম্পট কে,
সে যে আমার বোনের দেহে দেখতে পাচ্ছে শান্তি, বড্ড শান্তি, নষ্টা শান্তি, অশান্তিময় শান্তি,
পাউটার মুখে দিয়ে, লিটমাস কাগজ দিয়ে ঠোট লাল করে, বাসি টিপটি কপালে লেপ্টে, আজ বিকালেই সখিনা সেজে বসে ছিল আজ তার বিয়ে, ওই তক তার বর পক্ষেরা, একটু পরেই আসবে,
হে এসেছিল তাই জামাই এসেছিল তবে বিয়ে করতে কোন রিক্সাচালক রহিমুদ্দি নয়, এসেছিল এদেশের অঘোষিত জারজ সন্তান আল শামসেরা, এসেছিল কুকুরসেনারা, এসেছিল ওই পাকি লুচ্চারা,
হে আমি আজ পাগল হইয়ে গেছি আমি আজ উম্মাদ হইয়ে গেছি আমি আজ অশ্লিল হইয়ে গেছি,
কারন, কারন,কারন কি জানো??
কারন আজ আমি ঘুমের মাঝে দেখি আমার বোন সখিনাকে আমার সাথে নাকি সে কথা বলবেনা, অভিমান করেছে বড্ড অভিমান করেছে,
অভিমান করে আমাকে কি বলছে জানো?
আমাকে বলছে কোথাই ছিলি তখন যখন ওই পাকিকুকুর টা আমার ওই রঙ এ মাখা লাল ঠোটদুটো কে রক্তে লাল করেছিল, কোথাই ছিলি তখন যখন ওই পাকি শুয়োরটা আমার দেহকে নিয়ে মরমি খেলেছিল?
কোথাই ছিলিরে তখন ভাই??
আমাকে কেন বাচতে দিলিনা?
কেন দিলিনা বাচতে?
আমি চুপ থাকি, আজ অনেক চুপ থাকি, আজ আমি হারিয়েছি আমার বাকস্বাধিনতা,
ছি ছি তোরা পুরুষ রা এতটাই নিচু কেন রে?? কি আছে আমার এই দেহে??? কেন বারবার আমার দেহের নিম্মজগতকে করা হচ্ছে রক্তে রঞ্জিত?
আমাকে করল নষ্টা আজ আমি নষ্টা সখিনা,
উত্তর দে ওহে রাজাকার বাঙালীরা??
তর এই বোনটাকে পাকিকুত্তাদের হাতে দিয়ে কি পেলি? গ্রামের সহজ সরল সখিনাকে নষ্টা সকিনা বানিয়ে ২০ মিনিটের আনন্দ নিয়ে কি পেলি? উত্তর দে? ওই হারামজাদা রাজাকার উত্তর দে,
আমি উত্তর দিতে পারিনা, কোন দিন পারবও না, তবে ঠিক ই চুপ থাকতে পারব, আমরা বাঙালীরা একটাই পারি আজন্মের জন্য চুপ হইয়ে যেতে,,,,,,,,
আমাদের সামনে হাজার সখিনা তনু খাদিজা রক্তে রঞ্জিত আর আমরা চুপ থাকি কারন আমরা হলাম রাজাকার আমরা হলাম আল শামস না হলে কি পারতাম আমার বোন কে নগ্ন করে পাকিকুত্তাদের হাতে দিতে?
আমরা রাজাকার, আমরাই রাজাকার,
আমাদের বিচার কর তারাতারি বিচার কর,
আমার বিচার চাই, আমি পারিনা আর আমার বোন সখিনার কান্না শুনতে আমি বড্ড নিরুপাই তোমরা আমার বিচার করো...
--------©®-------
শামিম ইশতিয়াক
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৮৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast