ভাষাপ্রীতি
"ভাষাপ্রীতি"
-----শামিম ইশতিয়াক
বিদেশী ভাষা রক্তে আমার
বিদেশী ভাষাই প্রান,
শহিদ মিনারে খালি পায়ে
কেন প্রভাতফেরির গান?
খাটি বাংলা বলতে আমার
লজ্জা ভীষণ লাগে,
ভীন্নভাষী সংস্কৃতিটা
আমার ভেতর জাগে।
রফিক জব্বার রক্ত দিলো
ভুলে তাহা গেছি,
বাংলা ভাষায় লজ্জা ভীষন
চেতনায় ভীনদেশী।
ভাষাপ্রীতি দেখিয়ে বলো
লাভটা কি হবে?
হিন্দি ইংলিশ শুনে সবে
সুশীল যে বলবে।
বায়ান্নতর তাজা রক্ত
মুছে ফেলো তুমি?
নেই অধিকার মাতৃভাষার
এটা শহিদের জন্মভূমি।
--------©------
শামিম ইশতিয়াক
অর্থনীতি বিভাগ, আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ।
-----শামিম ইশতিয়াক
বিদেশী ভাষা রক্তে আমার
বিদেশী ভাষাই প্রান,
শহিদ মিনারে খালি পায়ে
কেন প্রভাতফেরির গান?
খাটি বাংলা বলতে আমার
লজ্জা ভীষণ লাগে,
ভীন্নভাষী সংস্কৃতিটা
আমার ভেতর জাগে।
রফিক জব্বার রক্ত দিলো
ভুলে তাহা গেছি,
বাংলা ভাষায় লজ্জা ভীষন
চেতনায় ভীনদেশী।
ভাষাপ্রীতি দেখিয়ে বলো
লাভটা কি হবে?
হিন্দি ইংলিশ শুনে সবে
সুশীল যে বলবে।
বায়ান্নতর তাজা রক্ত
মুছে ফেলো তুমি?
নেই অধিকার মাতৃভাষার
এটা শহিদের জন্মভূমি।
--------©------
শামিম ইশতিয়াক
অর্থনীতি বিভাগ, আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২০/০২/২০১৮দারুণ
-
রিজওয়ান অনুভব ২০/০২/২০১৮বাস্তবতা ভাই...!
সুন্দর বর্ণনা -
Shafi md Omar Faruq ১৯/০২/২০১৮খুব সুন্দর
-
রেজাউল রেজা (নীরব কবি) ১৯/০২/২০১৮সুন্দর!
-
মাসুদ শান ১৯/০২/২০১৮অসাধারণ