শীতল ছায়া - এক কৈশোর প্রেমাবেগ
তুমি যদি বলো
মহাসাগরে হয়ে যাব
নির্জন এক দ্বীপ
পাল তোলা নায়ে ভেসে যাব
শুধুই দুজনে
মুখোমুখি চুপচাপ।
তুমি যদি চাও
হবো আকাশের নীল
সে নীলে হবে মাখামাখি
দু-বাহুতে ডানা মেলে
শুধুই উড়বো দুজন
নিত্য হবে চোখাচোখি।
তুমি যদি বলো
হয়ে যাব পাহাড়
গম্ভীর হিমালয়
গভীর ধেয়ানে
মগ্ন রইবো
তোমারই কামনায়।
তুমি যদি চাও
হয়ে যেতে পারি রাত্রি-নিশি
লুকাবো দুজনে এক-সাথ
দিয়ে সব-চোখ ফাঁকি
গভীর আবেশে
নির্ঘুম কাটাবো রাত।
কখনো পথে এলে বাধা
তোমার লাগি
ত্যজিবো সব কুল-মায়া
তোমাতে হারায়ে
তোমারই মাঝে
খুঁজে নেবো শীতল ছায়া।
ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৭/০৩/২০১৬
মহাসাগরে হয়ে যাব
নির্জন এক দ্বীপ
পাল তোলা নায়ে ভেসে যাব
শুধুই দুজনে
মুখোমুখি চুপচাপ।
তুমি যদি চাও
হবো আকাশের নীল
সে নীলে হবে মাখামাখি
দু-বাহুতে ডানা মেলে
শুধুই উড়বো দুজন
নিত্য হবে চোখাচোখি।
তুমি যদি বলো
হয়ে যাব পাহাড়
গম্ভীর হিমালয়
গভীর ধেয়ানে
মগ্ন রইবো
তোমারই কামনায়।
তুমি যদি চাও
হয়ে যেতে পারি রাত্রি-নিশি
লুকাবো দুজনে এক-সাথ
দিয়ে সব-চোখ ফাঁকি
গভীর আবেশে
নির্ঘুম কাটাবো রাত।
কখনো পথে এলে বাধা
তোমার লাগি
ত্যজিবো সব কুল-মায়া
তোমাতে হারায়ে
তোমারই মাঝে
খুঁজে নেবো শীতল ছায়া।
ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৭/০৩/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এস সজীব ১৫/০৩/২০১৬VVV
-
প্রদীপ চৌধুরী. ১৪/০৩/২০১৬দারুণ ভাবনা
-
রাশেদ খাঁন ১৪/০৩/২০১৬তুমি যদি বলো
-
নির্ঝর ১৪/০৩/২০১৬ভাল
-
মোঃ সরব বাবু ১৪/০৩/২০১৬বিমোহিত হলুম কবি তোমার ভাবে
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১৪/০৩/২০১৬ভালো লাগলো
-
দেবব্রত সান্যাল ১৪/০৩/২০১৬তুমি যদি বলো , বেশ জনপ্রিয় বিষয়। অনেক কবিতা দেখি।