www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বসন্ত

তুমি বললে
বসন্তে এসেছে দ্বারে
পুলকে জেগেছে প্রাণ
আমি দেখি
শিমুলের রঙ লেগেছে গালে
দু-ঠোটে শাল্মলী-রাঙা হাসি
বাসন্তী সাজে নাচিছে
প্রিয়ার মন।

ঝরা পাতায়
বাজিছে মর্মর ধ্বনি
একি! পুলকিত-দীপ্ত
শিহরিত আকাশ
আহা!
এ কোন আবেশ
ফুল-ফল-পাতায়
করিছে বিভাস।

দুয়ারে এসে
কড়া নাড়িছে, পলাশ ছোঁয়া
দখিনা বাতাস
গাছে গাছে দুলিছে
সজনে ডাটা, আম্র-মুকুলে
শোভিত চৌ-পাশ
সখা-সখিদের
ব্যাকুলিত হৃদয়, অন্তর-তলের
আবেগী প্রকাশ।

হে ফাল্গুন
তুমি বসন্ত ডাকিলে
মহা-আন্দোলিত করে
আলোড়ন তুলে।

ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১২/০২/২০১৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৩/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ সরব বাবু ০৯/০৩/২০১৬
    হঠাৎ করেই যেন থামিয়ে দিলেন ভাবটা। কবিতাটি আরও দূর যেতে পারতো, যতক্ষণ পর্যন্ত সে নিজে না থামে।(এটা আমার মনে হলো আরকি! এমনিতে অনেক সুন্দর হয়েছে ভাই -একটা আবেগি প্রাণ আছে।)
  • অসাধারণ শব্দশৈলী
  • পদ্মনীল ০৮/০৩/২০১৬
    আরো ভাল চাই
  • শাল্মলী ?
    আরও ভালো কবিতা আশা করব।
 
Quantcast