এলোমেলো
ইচ্ছেগুলো
ভীষণ বোকা
খাচ্ছে ধোকা
হরহামেশা
রং তামাশা
আমার সাথে
দিনে রাতে
চলছে কেন
আমি যেন
ভোরের পাখি
ডাকাডাকি
করেই আমার
দিনটা শুরু
অভিমানে
মিষ্টি গানে
কানে কানে
যাই ডেকে রোজ
আপন মনে
সবাই শুনে
কেউ বুঝেনা
গানের পরে
কেউ খোঁজেনা
কোথায় আছি
নিজে বাঁচি
সবাই বলে
তলে তলে
গলে গেলাম
মোমের মতো
আলো দিয়ে
নিজে পুড়ে
ভাগ্য জুড়ে
দুঃখ ব্যথা
কেউ বলেনি
আমার কথা
অন্ধকারে
চুপিসারে
একলা একা
স্বপ্ন দেখা
আলো শেষে
ভালোবেসে
কেউ দিলোনা
শক্তি সাহস
কেউ নিলোনা
দুঃখগুলো।
ভীষণ বোকা
খাচ্ছে ধোকা
হরহামেশা
রং তামাশা
আমার সাথে
দিনে রাতে
চলছে কেন
আমি যেন
ভোরের পাখি
ডাকাডাকি
করেই আমার
দিনটা শুরু
অভিমানে
মিষ্টি গানে
কানে কানে
যাই ডেকে রোজ
আপন মনে
সবাই শুনে
কেউ বুঝেনা
গানের পরে
কেউ খোঁজেনা
কোথায় আছি
নিজে বাঁচি
সবাই বলে
তলে তলে
গলে গেলাম
মোমের মতো
আলো দিয়ে
নিজে পুড়ে
ভাগ্য জুড়ে
দুঃখ ব্যথা
কেউ বলেনি
আমার কথা
অন্ধকারে
চুপিসারে
একলা একা
স্বপ্ন দেখা
আলো শেষে
ভালোবেসে
কেউ দিলোনা
শক্তি সাহস
কেউ নিলোনা
দুঃখগুলো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৪/০৫/২০১৭ভালোই।
-
আব্দুল হক ২৪/০৫/২০১৭বেশ সুন্দর , ধন্যবাদ!
-
আলম সারওয়ার ২৩/০৫/২০১৭দারুন হয়েছে বলে শুভেচ্ছা থাকল আমার
-
মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir) ২৩/০৫/২০১৭সুন্দর
-
সাঁঝের তারা ২৩/০৫/২০১৭সুন্দর হয়েছে