বাজার গরম
বাজার গরম মাছ-মাংসে
বাজার গরম চালে,
বাজার গরম আদা রসুন
এবং সাধের ডালে।
চালের বাজার গরম দেখে
কিনতে গেলাম আটা,
ভেজাল এবং ওজন কমে
চলছে কচুকাটা।
শাক সবজির বাজার গরম
রোজায় গরম ছোলা,
হলুদ মরিচ আরও গরম
প্যাকেট কিবা খোলা।
নামের সাথে মিলেমিশে
লবণ ভীষণ কড়া,
তেলের বাজার তেলতেলে নয়
বারোমাসই চড়া।
স্বল্প রুজির মানুষ গুলোর
শুনুন মতামত,
কোথায় আছেন দেশের নেতা
বলুন বাঁচার পথ।
চট্টগ্রাম ১৮/০৫/১৭
বাজার গরম চালে,
বাজার গরম আদা রসুন
এবং সাধের ডালে।
চালের বাজার গরম দেখে
কিনতে গেলাম আটা,
ভেজাল এবং ওজন কমে
চলছে কচুকাটা।
শাক সবজির বাজার গরম
রোজায় গরম ছোলা,
হলুদ মরিচ আরও গরম
প্যাকেট কিবা খোলা।
নামের সাথে মিলেমিশে
লবণ ভীষণ কড়া,
তেলের বাজার তেলতেলে নয়
বারোমাসই চড়া।
স্বল্প রুজির মানুষ গুলোর
শুনুন মতামত,
কোথায় আছেন দেশের নেতা
বলুন বাঁচার পথ।
চট্টগ্রাম ১৮/০৫/১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
লিংকন ২০/০৫/২০১৭বেশ
-
Tanju H ১৯/০৫/২০১৭প্রচুর গরমে সব গরম হয়ে গেছে ভাই।অসাধারন কবিতা।
-
আতাম মিঞা ১৯/০৫/২০১৭দুই বাংলায় কী একই অবস্থা!
-
সাঁঝের তারা ১৯/০৫/২০১৭বেশ