নিশীথ পত্র
কি লেখেছো এই পত্রে . .
দেখা যাচ্ছে না স্পষ্ট
প্রদীপটা আনবে কি ঐ ঘর থেকে ?
দমকা হাওয়ায় নিভেই গেলো সেই হারিকেনের সুতো ।
ইস !
রাত্রি যে যাচ্ছেই না !
নিশ্চয়ই তুমি লিখেছো কবিতা ,
কিংবা শেষ দেখার অব্যক্ত কথাটা ,
মনে আবার বাঁধবো বাগিচা ,
চৈত্র মাসে করব মেরামত বাড়িটা ,
দখিন দুয়ারে খেলবে পাখিটা ,
গোধূলীর বাঁকে দেখব শেষ প্রহরের হাসিটা ।
ইস !
রাত্রি যে যাচ্ছেই না !
প্রভাত যে আসছেই না !
দুর ছাই . . !
কখন দেখিবো তার বর্নের দোলা
মন যে মানছেই না !!
দেখা যাচ্ছে না স্পষ্ট
প্রদীপটা আনবে কি ঐ ঘর থেকে ?
দমকা হাওয়ায় নিভেই গেলো সেই হারিকেনের সুতো ।
ইস !
রাত্রি যে যাচ্ছেই না !
নিশ্চয়ই তুমি লিখেছো কবিতা ,
কিংবা শেষ দেখার অব্যক্ত কথাটা ,
মনে আবার বাঁধবো বাগিচা ,
চৈত্র মাসে করব মেরামত বাড়িটা ,
দখিন দুয়ারে খেলবে পাখিটা ,
গোধূলীর বাঁকে দেখব শেষ প্রহরের হাসিটা ।
ইস !
রাত্রি যে যাচ্ছেই না !
প্রভাত যে আসছেই না !
দুর ছাই . . !
কখন দেখিবো তার বর্নের দোলা
মন যে মানছেই না !!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তুষার রায় ০৪/০৪/২০১৫বেশ হচ্ছে কবি
-
আসাদুজ্জামান তালুকদার শাকিল ০৪/০৪/২০১৫আপনাদের সকলকে ধন্যবাদ ।
-
অ ২৮/০৩/২০১৫চমৎকার হয়েছে কবি।
-
শহিদুল ইসলাম লিটন ২১/০৩/২০১৫ভাল
-
আবু ছায়েম ১৯/০৩/২০১৫Valo
-
সবুজ আহমেদ কক্স ১৯/০৩/২০১৫ভাল