তুমি চাইলে
তুমি চাইলে মেঘ বৃষ্টি হয়ে ঝরে যায়,,,
তুমি চাইলে বরফ গোলে বাষ্প হয়ে উড়ে যায়।
তুমি চাইলে আকাশটা সব নীল রং ঢেলে দেয়,
তুমি চাইলে ভরের পাখি গুনগুনিয়ে গেয়ে যায়।
তুমি চাইলে রংধনু পূব গগনে উঠে,
তুমি চাইলে সাঝের বেলা হাসনা হেনা ফোটে।
তুমি চাইলে জোস্না রাতেও চাঁদটা হারিয়ে যায়,
তুমি চাইলে আমার পৃথিবী আরো সুন্দর হয়ে যায়।
তুমি চাইলে বরফ গোলে বাষ্প হয়ে উড়ে যায়।
তুমি চাইলে আকাশটা সব নীল রং ঢেলে দেয়,
তুমি চাইলে ভরের পাখি গুনগুনিয়ে গেয়ে যায়।
তুমি চাইলে রংধনু পূব গগনে উঠে,
তুমি চাইলে সাঝের বেলা হাসনা হেনা ফোটে।
তুমি চাইলে জোস্না রাতেও চাঁদটা হারিয়ে যায়,
তুমি চাইলে আমার পৃথিবী আরো সুন্দর হয়ে যায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৯/০৩/২০২২বেশ সুন্দর
-
ফয়জুল মহী ১২/০১/২০২২Valo laglo kobita
-
অভিজিৎ হালদার ১২/০১/২০২২Sundor
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১২/০১/২০২২তুমি চাইলে!
-
উবায়দুল্লাহ ফারুক ১২/০১/২০২২চমৎকার লিখনী