বখাটে
আঁটসাঁট পোষাক পরা
আছে তার অর্ধেক খোলা
চোখে সানগ্লাস লাগিয়ে
উড়ে চলে মোটরসাইকেলে।
চায়ের দোকান, রাস্তার মোড়ে
থাকে ওরা দাঁড়িয়ে, ঘাপটি মেরে
মেয়ে দেখলে যায় কাছে
সিগারেট ফুঁ দিয়ে বিশ্বপ্রেমিক সাজে।
বিশ্বদিবস আর ডিজে পার্টির নামে
বাবা খায় চান্দা তুলে
মর্ডান বলে ডাকে সবে
আমি বলি ঐ যে দেখ বখাটে।
আছে তার অর্ধেক খোলা
চোখে সানগ্লাস লাগিয়ে
উড়ে চলে মোটরসাইকেলে।
চায়ের দোকান, রাস্তার মোড়ে
থাকে ওরা দাঁড়িয়ে, ঘাপটি মেরে
মেয়ে দেখলে যায় কাছে
সিগারেট ফুঁ দিয়ে বিশ্বপ্রেমিক সাজে।
বিশ্বদিবস আর ডিজে পার্টির নামে
বাবা খায় চান্দা তুলে
মর্ডান বলে ডাকে সবে
আমি বলি ঐ যে দেখ বখাটে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৬/০৪/২০২১
-
প্রসেনজিৎ ঋষি ৩০/০৩/২০২১অসাধারণ
-
Sandip Senapati ২৪/০৩/২০২১পুরো আলাদা কিছু
-
সেলিম রেজা সাগর ২৩/০৩/২০২১অসাধারণ
-
ফয়জুল মহী ২৩/০৩/২০২১একেবারে অন্য স্বাদের ছোঁয়া পেলাম.. মুগ্ধতা একরাশ শুভেচ্ছা রইল.
-
Md. Rayhan Kazi ২৩/০৩/২০২১অসাধারণ
-
আব্দুল হক ২২/০৩/২০২১বেশ ভালো লাগল।
চশমাটা মাথাতে,
ঘুরে এদিক-ওদিক
নেই তার ঠিক
নেই কোন দিক।