শূন্যতা
ফাঁকা রাস্তা, বন্ধ জানালা
কোয়াশা ঢাকা ভোরবেলা,
হয়না দেখা শিশির বিন্দুর খেলা
সবুজ পাতার ফাঁকে শিমুলের মেলা।
খোলা ছাঁদ, মাঝ রাতে
আকাশ-গঙ্গা ছড়ায় আলো মাতমে,
তুমি সর্বনাশী উষ্ণ আদরে
সুবাস ছড়াও কার ফুলদানিতে?
আমি একাকি বদ্ধ ঘরে
বসে ভাঙ্গা চেয়ারে,
নড়বড়ে জীবন নিবুনিবু প্রদীপ,
বিদায়ের দিন গুনি সকাল-সাঁঝে
তোমারই ভুলে ফেলে যাওয়া শাড়ির ভাঁজে।
কোয়াশা ঢাকা ভোরবেলা,
হয়না দেখা শিশির বিন্দুর খেলা
সবুজ পাতার ফাঁকে শিমুলের মেলা।
খোলা ছাঁদ, মাঝ রাতে
আকাশ-গঙ্গা ছড়ায় আলো মাতমে,
তুমি সর্বনাশী উষ্ণ আদরে
সুবাস ছড়াও কার ফুলদানিতে?
আমি একাকি বদ্ধ ঘরে
বসে ভাঙ্গা চেয়ারে,
নড়বড়ে জীবন নিবুনিবু প্রদীপ,
বিদায়ের দিন গুনি সকাল-সাঁঝে
তোমারই ভুলে ফেলে যাওয়া শাড়ির ভাঁজে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৪/০৩/২০২১অনন্য লেখনশৈলী
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০৩/০৩/২০২১চমৎকার কাব্য কথা।❤️
-
আলমগীর সরকার লিটন ০২/০৩/২০২১বেশ ছন্দময়
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০২/০৩/২০২১মনোমুগ্ধকর
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/০৩/২০২১শূণ্যতা হৃদয়ে।
-
ফয়জুল মহী ০১/০৩/২০২১অতীব সোনালী সুন্দর লিখেছেন ,
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/০৩/২০২১gorgeous...