মানুষ
ধন্য আমি বলি যারে
ধন্য নয়তো সে,
লোকে যারে দেয় ঠাঁই মনোমন্দিরে
সেইতো ধন্য এই ধরাতলে।
নাহি ভুলে তারে
সদা থাকে অটল সর্ব অন্তরে,
যার সমস্ত দেহমন
মানব সেবায় করে বিচরণ
সেইতো ধন্য এই নরকূলে।
আজও আমি নিরবধি
এমন মানুষ খুঁজি
যার নেই বৃত্তের বৈষম্য,
আছে সৌহার্দ্য আর ঐক্যের সন্ধিক্ষণ
স্বর্গীয় উৎসবের সেতুবন্ধন।
ধন্য নয়তো সে,
লোকে যারে দেয় ঠাঁই মনোমন্দিরে
সেইতো ধন্য এই ধরাতলে।
নাহি ভুলে তারে
সদা থাকে অটল সর্ব অন্তরে,
যার সমস্ত দেহমন
মানব সেবায় করে বিচরণ
সেইতো ধন্য এই নরকূলে।
আজও আমি নিরবধি
এমন মানুষ খুঁজি
যার নেই বৃত্তের বৈষম্য,
আছে সৌহার্দ্য আর ঐক্যের সন্ধিক্ষণ
স্বর্গীয় উৎসবের সেতুবন্ধন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৮/০২/২০২১বেশ ভালো
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৮/০২/২০২১খুব ভালো।
-
আলমগীর সরকার লিটন ২৭/০২/২০২১চমৎকার অনুভব কবি দা
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৭/০২/২০২১দারুণ
-
রেদোয়ান আহমেদ ২৬/০২/২০২১দারুণ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ২৬/০২/২০২১অসাধারণ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৫/০২/২০২১লোকে যারে মানুষ বলে
মানুষ সেই হয়। -
ফয়জুল মহী ২৫/০২/২০২১নন্দিত ভাবনা পাঠ মুগ্ধতা অপরিসীম