যদি থাকে টাকা
যদি থাকে টাকা
ঘরবাড়ি হয় পাকা,
ঘুরঘুর করে অচেনা
মামা, খালু, কাকা।
যদি থাকে টাকা
পন্ডিত সেজে হয় নেতা,
যায় সে আসরে
মাতব্বর মানে সবে,
ন্যায়নীতির ধার ধারেনা
ঘুষ ছাড়া কিছু বুঝেনা।
যদি থাকে টাকা
যায় ভোজসভা আর অনুষ্ঠানে
হয়ে গ্রামের মাথা,
টাকার ঝলকে নেয় ছিনিয়ে বরণডালা
ঢাকা থাকে কুকর্মের কথা।
ঘরবাড়ি হয় পাকা,
ঘুরঘুর করে অচেনা
মামা, খালু, কাকা।
যদি থাকে টাকা
পন্ডিত সেজে হয় নেতা,
যায় সে আসরে
মাতব্বর মানে সবে,
ন্যায়নীতির ধার ধারেনা
ঘুষ ছাড়া কিছু বুঝেনা।
যদি থাকে টাকা
যায় ভোজসভা আর অনুষ্ঠানে
হয়ে গ্রামের মাথা,
টাকার ঝলকে নেয় ছিনিয়ে বরণডালা
ঢাকা থাকে কুকর্মের কথা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসরীন আক্তার রুবি ২৪/০২/২০২১অনবদ্য
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৪/০২/২০২১অসামান্য
-
আলমগীর সরকার লিটন ২৩/০২/২০২১সবকিছুই পরিবর্তনশীল কিছু করার নেই
-
স্বপন রোজারিও (মাইকেল) ২২/০২/২০২১যদি থাকে টাকা
চলেন যাই ঢাকা,
ঢাকায় নাই কাজ
শুনতে ভারি লাজ। -
বোরহানুল ইসলাম লিটন ২২/০২/২০২১একদম অসামান্য।
-
ফয়জুল মহী ২২/০২/২০২১অনবদ্য লিখনী, ।