বসন্তের শেষে
কুঞ্জে কুঞ্জে এসেছে বসন্ত ভোর
পুঞ্জে পুঞ্জে ফুটে রাঙা ফুল
কাননে কাননে ঘুরে অলি
পুষ্পে পুষ্পে গুঞ্জরিয়া নেয় লুটে মধুকুঁড়ি।
কুলকুল কল-শব্দে বহে গঙ্গা
কুহু কুহু গায় গান কোকিল শ্যামা
জ্বলজ্বল করছে পূব আকাশের তারা
রন্ধ্রে রন্ধ্রে ভ্রমররা দেয় হানা।
ক্ষণে ক্ষণে উড়ে মন প্রজাপতির রঙে
ছন্দে ছন্দে হয় মাতোয়ারা কল্পতরুর দেশে
রং-ঢংয়ে যুগল যায় হারিয়ে হাবুডুবু জলে
অংক কষে মন হয় ক্লান্ত বসন্তের শেষে।
পুঞ্জে পুঞ্জে ফুটে রাঙা ফুল
কাননে কাননে ঘুরে অলি
পুষ্পে পুষ্পে গুঞ্জরিয়া নেয় লুটে মধুকুঁড়ি।
কুলকুল কল-শব্দে বহে গঙ্গা
কুহু কুহু গায় গান কোকিল শ্যামা
জ্বলজ্বল করছে পূব আকাশের তারা
রন্ধ্রে রন্ধ্রে ভ্রমররা দেয় হানা।
ক্ষণে ক্ষণে উড়ে মন প্রজাপতির রঙে
ছন্দে ছন্দে হয় মাতোয়ারা কল্পতরুর দেশে
রং-ঢংয়ে যুগল যায় হারিয়ে হাবুডুবু জলে
অংক কষে মন হয় ক্লান্ত বসন্তের শেষে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১০/০২/২০২১বেশ মনোমুগ্ধকর
-
আলমগীর সরকার লিটন ১০/০২/২০২১চমৎকার কবি দা
-
ফয়জুল মহী ০৯/০২/২০২১অনুপম লেখা
পাঠে মুগ্ধ। -
আখলাক হুসাইন ০৯/০২/২০২১অসাধারণ