সেই দিনগুলি
শৈশবে বন্ধুদের সাথে
কত মজা হত স্কুলে
খেলতাম ড্যাংগুলি সবাই মিলে।
স্কুল পালিয়ে যেতাম জঙ্গলে
ভাঙ্গতাম পাখির বাসা
হেডমাষ্টার লাঠি নিয়ে দিত তাড়া,
ভয় পেয়ে বলতাম আর যাবনা
আপনাকে দিব ঘুঘুর ছানা।
মনে পরে যায় সেই শৈশব দিনগুলি
কোথায় হারিয়ে গেল
সেই প্রিয় সময়গুলি।
আবার সেই দিন ফিরে পাই যদি
বৃষ্টিস্নাত রুপালি কুমের-জলে
ভেসে ভেলায় খাব আম-কাসুন্দি।
কত মজা হত স্কুলে
খেলতাম ড্যাংগুলি সবাই মিলে।
স্কুল পালিয়ে যেতাম জঙ্গলে
ভাঙ্গতাম পাখির বাসা
হেডমাষ্টার লাঠি নিয়ে দিত তাড়া,
ভয় পেয়ে বলতাম আর যাবনা
আপনাকে দিব ঘুঘুর ছানা।
মনে পরে যায় সেই শৈশব দিনগুলি
কোথায় হারিয়ে গেল
সেই প্রিয় সময়গুলি।
আবার সেই দিন ফিরে পাই যদি
বৃষ্টিস্নাত রুপালি কুমের-জলে
ভেসে ভেলায় খাব আম-কাসুন্দি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৮/০১/২০২১ভালো লিখা
-
ফয়জুল মহী ২৭/০১/২০২১চমৎকার লিখেছেন,
পাঠে মুগ্ধ হলাম
শুভকামনা ও দোয়া রইলো I -
মোঃ মেহেদী হাসান মান্না ২৭/০১/২০২১বাহ।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৬/০১/২০২১দিনগুলো সুন্দর ছিল।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৬/০১/২০২১nice. Thanks
-
আলমগীর সরকার লিটন ২৬/০১/২০২১শুধুই দীর্ঘশ্বাস
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৬/০১/২০২১ভালো