পিতৃহারা
সকাল গড়িয়ে যখন সন্ধ্যা নামে নীল গগনে
খেলা ছেড়ে ফিরে শিশু নীড়ে
নিজ নিজ পিতার আহ্বানে,
সারাদিন হয়ে উদাসীন থাকি বসে খেলার মাঠে
কেউ ডাকেনা আয় ফিরে ঘরে আদর ভরা সুরে।
বাবা আজ তোমায় বড্ড পড়ে মনে
কতদিন ডাকনা নাম ধরে মোরে,
গিয়েছো চলে দূর গগনে নক্ষত্র হয়ে
ভাসিয়ে চোখের জলে একাকী করে,
বাবা তুমি ছিলে বটবৃক্ষের ছায়া
যখন যা চেয়ছি তাই দিয়েছো হাসিমুখে
কখনো দাওনি বুঝতে অভাবের তাড়না।
যখন দেখি কোনো বাবা খায় চুমু তাঁর ছেলেকে
তখন বেদনাতে কাঁদি নিরবে পিতৃহারা হয়ে।
কেউ দেয়না মাথায় হাত আদর বুলিয়ে
কত সুখ হইলো বিয়োগ পিতার মৃত্যুতে
কেহ নাহি বুঝে কি ব্যথা অন্তরে,
বাবা খুব বেশি মনে পড়ে তোমাকে
ফিরে এসে ধরো জরিয়ে করো আদর মোরে।
খেলা ছেড়ে ফিরে শিশু নীড়ে
নিজ নিজ পিতার আহ্বানে,
সারাদিন হয়ে উদাসীন থাকি বসে খেলার মাঠে
কেউ ডাকেনা আয় ফিরে ঘরে আদর ভরা সুরে।
বাবা আজ তোমায় বড্ড পড়ে মনে
কতদিন ডাকনা নাম ধরে মোরে,
গিয়েছো চলে দূর গগনে নক্ষত্র হয়ে
ভাসিয়ে চোখের জলে একাকী করে,
বাবা তুমি ছিলে বটবৃক্ষের ছায়া
যখন যা চেয়ছি তাই দিয়েছো হাসিমুখে
কখনো দাওনি বুঝতে অভাবের তাড়না।
যখন দেখি কোনো বাবা খায় চুমু তাঁর ছেলেকে
তখন বেদনাতে কাঁদি নিরবে পিতৃহারা হয়ে।
কেউ দেয়না মাথায় হাত আদর বুলিয়ে
কত সুখ হইলো বিয়োগ পিতার মৃত্যুতে
কেহ নাহি বুঝে কি ব্যথা অন্তরে,
বাবা খুব বেশি মনে পড়ে তোমাকে
ফিরে এসে ধরো জরিয়ে করো আদর মোরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আখলাক হুসাইন ১১/০১/২০২১সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১১/০১/২০২১nice
-
পি পি আলী আকবর ১১/০১/২০২১সুন্দর
-
ফয়জুল মহী ১০/০১/২০২১অসাধারণ পরিবেশন।
শুভকামনা সতত- সুহৃদ কবি বন্ধু