ধরণী
ধরণী।
সাখাওয়াত হোসেন।
ওগো ধরণী তুমি মোর স্নেহ তরণী
নীল নব গগনে ধবল মেঘের সবল ছড়াছড়ি,
ভ্রমরের গুঞ্জরন মধুমাখা স্বপ্ন শশী
বেলা শেষে বেণুবনে চপলা হরিণী।
ওগো ধরিত্রী তুমি মোর জীবন খাতার রংতুলি
ইচ্ছেমতো যখন যা খুশী তাই আঁকি,
নূপুরের ঝংকার সুরেলা নির্ঝরিণী
বাঁকা চাঁদ গোধূলি রাখালিয়া বাঁশরি।
ওগো ধূলি তুমি মোর অরুণ আলোর ঊষার হাসি
রিমঝিম বৃষ্টির তালে ছুটে চলা কাদামাটি,
ধানী রঙ ফসলের মাঠে কৃষাণীর ছবি
সবুজ আঁচল পাতা রূপের রাণী দিবস যামিনী।
সাখাওয়াত হোসেন।
ওগো ধরণী তুমি মোর স্নেহ তরণী
নীল নব গগনে ধবল মেঘের সবল ছড়াছড়ি,
ভ্রমরের গুঞ্জরন মধুমাখা স্বপ্ন শশী
বেলা শেষে বেণুবনে চপলা হরিণী।
ওগো ধরিত্রী তুমি মোর জীবন খাতার রংতুলি
ইচ্ছেমতো যখন যা খুশী তাই আঁকি,
নূপুরের ঝংকার সুরেলা নির্ঝরিণী
বাঁকা চাঁদ গোধূলি রাখালিয়া বাঁশরি।
ওগো ধূলি তুমি মোর অরুণ আলোর ঊষার হাসি
রিমঝিম বৃষ্টির তালে ছুটে চলা কাদামাটি,
ধানী রঙ ফসলের মাঠে কৃষাণীর ছবি
সবুজ আঁচল পাতা রূপের রাণী দিবস যামিনী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জসিম বিন ইদ্রিস ০৫/০১/২০২১ধরণীর বুকে বাস করে আমরা ধন্য
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৪/০১/২০২১সুন্দর।
-
কুমারেশ সরদার ০৪/০১/২০২১নান্দনিক
-
ফয়জুল মহী ০৪/০১/২০২১Excellent writen