করোনা
করোনা।
সাখাওয়াত হোসেন।
চারিদিকে লাশের গন্ধ ভয়ানক পরিস্থিতি
আশেপাশে কেউ নেই এ যেন ভুতুড়ে নগরী,
এমন অদ্ভুত জীবনী কখনো দেখিনি
করাল করোনা তুমি বড়োই মহামারী।
করোনা তুমি ধ্বংসের সাথে কর কোলাকুলি
আপনজন ছিনিয়ে নিয়ে কর অট্টহাসি,
বিপন্ন মানবতা,বিপন্ন অর্থনীতি,সর্বত্রই তোমার বাহাদুরি
হাসি,কান্না আর ভালবাসা সেখানেও তোমার ছড়াছড়ি।
একবার ভেবেছো কি করোনা তুমি
আমরা হলাম শ্রেষ্ঠ সৃষ্টি মানবজাতি,
বুকে নিয়ে সাহস তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি
সেবার ঝাণ্ডা নিয়ে হাতে সুস্থ পৃথিবী গড়ি।
সাখাওয়াত হোসেন।
চারিদিকে লাশের গন্ধ ভয়ানক পরিস্থিতি
আশেপাশে কেউ নেই এ যেন ভুতুড়ে নগরী,
এমন অদ্ভুত জীবনী কখনো দেখিনি
করাল করোনা তুমি বড়োই মহামারী।
করোনা তুমি ধ্বংসের সাথে কর কোলাকুলি
আপনজন ছিনিয়ে নিয়ে কর অট্টহাসি,
বিপন্ন মানবতা,বিপন্ন অর্থনীতি,সর্বত্রই তোমার বাহাদুরি
হাসি,কান্না আর ভালবাসা সেখানেও তোমার ছড়াছড়ি।
একবার ভেবেছো কি করোনা তুমি
আমরা হলাম শ্রেষ্ঠ সৃষ্টি মানবজাতি,
বুকে নিয়ে সাহস তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি
সেবার ঝাণ্ডা নিয়ে হাতে সুস্থ পৃথিবী গড়ি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।