প্রগাঢ় ভালবাসায় উতলা মন
""প্রগাঢ় ভালবাসায় উতলা মন """
পেন্ডুলামের দোলনের মতো আজ হৃদয়টা
শুধু এদিক ওদিক দুলছে,
অহর্নিশ আহ্বান রমনীর তিক্ষ্ণদৃষ্টির চাতক ভালবাসার।
মরুভূমিরসম কাঁকর হৃদয়ে শুধু প্রত্যাশা
প্রেমিকার লিকলিকে তৃণসম আঙুলের মিষ্টি পরশ ;
আজ বাতাসে সোঁদা মাটির গন্ধের সাথে
ভেসে আসে প্রেয়সীর সদ্য স্নান গায়ের একরাশ মাতাল সৌরভ।
কল্পনার ক্যানভাসে স্বপ্নের রঙতুলিতে
স্পষ্ট হয়ে উঠে প্রিয়তমার শুভ্র চারুতা অধর;
নিরন্তর অর্ধাঙ্গিনীর আকাশকুসুম ভাবনার ভেলায়
ভেসে যায় সুদূর নিহারীকাপুঞ্জের কল্পিত স্বর্গের ভূবনে।
একটানা সঙ্গীহীন অবনীর প্রান্তরে বাড়ে হাহাকার
হৃদয়ের করুন আর্তনাদে ;
আমি হাতড়ে বেড়াই সেই ঐশ্বর্যভরা চারুদেহ
ধূসরধ্রুব আকাশের শুভ্র মেঘের পালকীর 'পরে।
তাহার হাসি উড়ে আসে নীল আকাশের বুকে
শঙ্খচিলের রূপোর পাখনায় ভর করে ;
তার সোনালী প্রতিচ্ছবি ধরা দেয় সুনীল গগনে
রঙধনুর রঙে ভালবাসার স্মৃতিপটে।
আজ অস্থিরতার অন্তর ভূবনে শুধুই কম্পন
তার কদমী রঙে রঞ্জিত ঠোঁটের কল্পিত চুম্বনে ;
নিরন্তন প্রেমীর অগোছালো স্বপ্নের ধূসর ছটায়
দিকহারা হয়ে পড়ে অন্তর্নিহিত প্রেমের বাসনা।
চারদিকে আজ উদ্ভ্রান্ত পবনে করে ছুটাছুটি
ফেলে আসা বিগত রোমাঞ্চকর আবেগের উষ্ণ মুহূর্তগুলি ;
আমি কুড়িয়ে নেই সেইসব ফিনকি কাটা জোৎস্নার
আলোয় বিতর্কিত নগ্ন দৃশ্যগুলি গহিন বুকের থলিতে।
আজ আবার হারিয়ে যেতে চাইছে মন সেইসব
কামনার দিগন্তের নিলীমায় অদৃশ্য শায়মিনার আড়ালে ;
তুমি ছুটে এসো আমার বিশ্বস্ত বুকের ভালবাসার জমিনে
যেখানে প্রতিনিয়ত তোমার দেবী মূর্তিতে দেই হৃদয়রক্তের প্রসাদ।
30/9/14
পেন্ডুলামের দোলনের মতো আজ হৃদয়টা
শুধু এদিক ওদিক দুলছে,
অহর্নিশ আহ্বান রমনীর তিক্ষ্ণদৃষ্টির চাতক ভালবাসার।
মরুভূমিরসম কাঁকর হৃদয়ে শুধু প্রত্যাশা
প্রেমিকার লিকলিকে তৃণসম আঙুলের মিষ্টি পরশ ;
আজ বাতাসে সোঁদা মাটির গন্ধের সাথে
ভেসে আসে প্রেয়সীর সদ্য স্নান গায়ের একরাশ মাতাল সৌরভ।
কল্পনার ক্যানভাসে স্বপ্নের রঙতুলিতে
স্পষ্ট হয়ে উঠে প্রিয়তমার শুভ্র চারুতা অধর;
নিরন্তর অর্ধাঙ্গিনীর আকাশকুসুম ভাবনার ভেলায়
ভেসে যায় সুদূর নিহারীকাপুঞ্জের কল্পিত স্বর্গের ভূবনে।
একটানা সঙ্গীহীন অবনীর প্রান্তরে বাড়ে হাহাকার
হৃদয়ের করুন আর্তনাদে ;
আমি হাতড়ে বেড়াই সেই ঐশ্বর্যভরা চারুদেহ
ধূসরধ্রুব আকাশের শুভ্র মেঘের পালকীর 'পরে।
তাহার হাসি উড়ে আসে নীল আকাশের বুকে
শঙ্খচিলের রূপোর পাখনায় ভর করে ;
তার সোনালী প্রতিচ্ছবি ধরা দেয় সুনীল গগনে
রঙধনুর রঙে ভালবাসার স্মৃতিপটে।
আজ অস্থিরতার অন্তর ভূবনে শুধুই কম্পন
তার কদমী রঙে রঞ্জিত ঠোঁটের কল্পিত চুম্বনে ;
নিরন্তন প্রেমীর অগোছালো স্বপ্নের ধূসর ছটায়
দিকহারা হয়ে পড়ে অন্তর্নিহিত প্রেমের বাসনা।
চারদিকে আজ উদ্ভ্রান্ত পবনে করে ছুটাছুটি
ফেলে আসা বিগত রোমাঞ্চকর আবেগের উষ্ণ মুহূর্তগুলি ;
আমি কুড়িয়ে নেই সেইসব ফিনকি কাটা জোৎস্নার
আলোয় বিতর্কিত নগ্ন দৃশ্যগুলি গহিন বুকের থলিতে।
আজ আবার হারিয়ে যেতে চাইছে মন সেইসব
কামনার দিগন্তের নিলীমায় অদৃশ্য শায়মিনার আড়ালে ;
তুমি ছুটে এসো আমার বিশ্বস্ত বুকের ভালবাসার জমিনে
যেখানে প্রতিনিয়ত তোমার দেবী মূর্তিতে দেই হৃদয়রক্তের প্রসাদ।
30/9/14
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৩/১০/২০১৪সত্যি অনেক সুন্দর একটা লেখা বেশ ভালো লাগলো........
-
মনিরুজ্জামান শুভ্র ০২/১০/২০১৪চমৎকার ... । খুব সুন্দর কাব্যকতায় ভরা । অনেক ভাল লাগলো ।
করুন > করুণ -
স্বপন রোজারিও(১) ০২/১০/২০১৪সুন্দর হয়েছে।