www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিবদ্ধ কেন নিকৃষ্টে

""""""নিবদ্ধ কেন নিকৃষ্টে """"""


আজ কেন এমন হয়ে গেলাম,
যেন শয়তানের একনিষ্ঠ গোলাম
কেন আজ চিত্ত হয়না  তুষ্ট,
আমি ইবাদতে থাকি না আড়ষ্ট।

কেন আজ ভীত নই প্রভুর ডরে,
ঈমান কেন আজ হলো নড়বড়ে।
ছিলো না আমার  কোন পাপাত্মা
কেন পাপে নিমজ্জিত মোর আত্মা।

হৃদয়ের ছিলো নাতো  শয়তানের ঠাঁই,
কেন প্রভুর ভালবাসা নিয়েছে বিদায়।
প্রভুর ভয়ে হৃদয় নাহি আজ কাঁপে,
আজ কেন আমি নিবিষ্ট নিকৃষ্ট পাপে।

সকল কাজে রয়েছে প্রভুর অভিলাষ,
আমি কেন করছি নিজেরই সর্বনাশ।
প্রভু দিয়েছেন বিবেক হতে মানুষ সিদ্ধ
তবে কেন রয়েছি নিকৃষ্ট পাপে আবদ্ধ।

হে আল্লাহ দেখাও মোরে সঠিক দিশা,
যেন কাটাতে পারি মোর অমাবস্যা।
হে আল্লাহ রহম কর মোর তকদিরে,
যেন আসতে পারি আলোরই তীরে।




21/9/13
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রুমা চৌধুরী ৩১/০৫/২০১৪
    খুব সুন্দর। ভাল লাগল। সুন্দর কবিতা। শুভেচ্ছা রইল।
    • আপনার আন্তরিক মন্তব্য পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে দিদি। শুভেচ্ছা সেই সাথে ভালবাসা রইল।
  • অমর কাব্য ৩১/০৫/২০১৪
    onk sundor porecesta.balobasa janben
  • তাইবুল ইসলাম ৩১/০৫/২০১৪
    শেষ চাোয়াটা যেন কবুল হয় এ আশা করি
    শুভেচ্ছা রইল
  • রনি হক ৩১/০৫/২০১৪
    আসলেই ভালো লাগলো ... ভালো লাগা যেন আজীবন থাকে ...
  • কবি মোঃ ইকবাল ৩১/০৫/২০১৪
    অনবদ্য একটি চমৎকার কাব্য।
    • ধন্যবাদ। আপনার পোস্টে একটি কমেন্ট দিয়েছি। সময় নিয়ে কষ্ট করে পড়বেন।
 
Quantcast