www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমায় নিয়ে ইচ্ছে

"""তোমায় নিয়ে ইচ্ছে """

ইচ্ছে করে আলতো করে
ছুঁইযে তোমার অধর।
ইচ্ছে করে তোমায় নিয়ে
কাটায় প্রতি প্রহর।

ইচ্ছে করে তোমায় নিয়ে
বুনি রঙিন  স্বপ্ন।
ইচ্ছে আমার নেইযে কিছু
তুমি ছাড়া ভিন্ন।

ইচ্ছে করে উড়ায় ঘুড়ি
নীল আকাশের পানে ।
ইচ্ছে করে কাটায় সময়
তোমায় নিয়ে গানে।

ইচ্ছে করে জোৎস্না রাতে
তোমায় নিয়ে ঘুড়ি।
ইচ্ছে করে তোমার হাতে
পড়ায় রঙিন চুড়ি।

ইচ্ছে করে ভিজি বর্ষায়
ঘুরি সারাবেলা।
ইচ্ছে করে কাটায় সময়
খেলি নতুন খেলা।

ইচ্ছে করে দেয়যে চুমু
তোমার মিষ্টি ঠোঁটে।
ইচ্ছে করে ভেড়ায় তরী
তোমার মনের ঘাটে।

ইচ্ছে করে হারায় আমি
তোমার কালো কেশে।
ইচ্ছে করে থাকি সদায়
তোমার সাথে মিশে।

ইচ্ছে করে দেখি তোমায়
অযুত বছর ধরে।
ইচ্ছে আমার থাকি  যেন
তোমায় শুধু ঘিরে।

20/3/14
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • valo likhechen !
  • তাইবুল ইসলাম ৩১/০৫/২০১৪
    খুব সাবলীল ও সুন্দর
    শুভেচ্ছা রইল
    • অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি এভাবে সুন্দর অনুভূতি জানিয়ে সবসময় পাশে থাকার জন্য।
  • সুরজিৎ সী ৩১/০৫/২০১৪
    শুভেচ্ছা রইল কবি।
    • আপনার প্রতি ও অশেষ কৃতজ্ঞতা সবসময় চমৎকার মন্তব্য করার জন্য। আশাকরি সবসময় পাশে পাবো।
      • সুরজিৎ সী ৩১/০৫/২০১৪
        অবশ্যই। আপনাকেও পাশে চাই
  • কবি মোঃ ইকবাল ৩০/০৫/২০১৪
    ভালো লাগলো কবি।
    • অশেষ ধন্যবাদ ইকবাল ভাই। তবে এখনো কবি হতে পারিনি।
      • কবি মোঃ ইকবাল ৩০/০৫/২০১৪
        কে বলেছে একথা??
        আমি বলবো আপনি কবি।
        • আরে ইকবাল ভাই কবি হওয়া কি এতোই সহজ? অন্তত আমার কাছে নয়। তাই কখনো নিজেকে কবি ভাবিনা। অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য।
          • কবি মোঃ ইকবাল ৩১/০৫/২০১৪
            আমার কাছে আপনি কবি নামেই থাকবেন। ভালো থাকবেন নিরবধি।
            • ধন্যবাদ। ভালবাসা অহর্নিশ। শুভকামনা সবসময়।
  • এস,বি, (পিটুল) ৩০/০৫/২০১৪
    খুব ভালো লাগলো কবিতা
 
Quantcast