এখনো আমি
""""এখনো আমি """"
এখনো আমি প্রতিদিন যাই সেখানে,
সেই নদীর কিনারে,
যেখানে তুমি আমি যেতাম এক সময় ।
খুঁজি তোমাকে সেই মাটির দূর্বাঘাসে,
যেথায় বসতে তুমি।
সাজিয়ে শাড়ির আঁচল,
পার হতো কিছু রোমাঞ্চ ক্ষণ
হারাতাম মোরা স্বপ্নের স্বর্গলোকে।
আজ তুমি নেই পাশে,
তবুও তোমার স্পর্শ রয়েছে এই মাটির হৃদয়ে।
এখনো যায় আমি, সেই পাহাড় চূড়ায়,
যেখানে যেতে চাইতে তুমি প্রায়ই।
যেখানে হারাতে তুমি ঐ নীলিমায়,
দুহাত প্রসারিত করে তুমি চাইতে
হারিয়ে যেতে দূর দিগন্তে।
আজ তুমি সত্যিই হারিয়ে গেছো,
হারিয়ে গেছো ঐ দিগন্ত নীলিমায়।
তবুও আমি আসি এখানে
তোমার পরশ পেতে,
যে পরশ পেয়েছে এই পাহাড় চূড়া।
এখনো কাছে টানে সেই অরন্য,
যেথায় তুমি হারিয়ে যেতে নিঝুম গহীনে।
শুনতে তুমি বিহঙ্গের কলরব,
কাছে টানতো তোমায় প্রকৃতির নিরবতা।
আমি এখনো শুনি সেই প্রকৃতির গান,
শুধু তুমি নেই পাশে।
প্রকৃতির মতো তুমিও নিশ্চুপ আমার গহীনে।
তবুও আসি প্রকৃতির সাথে করতে ভাগাভাগি,
আমার গহীনে থাকা কষ্ট গুলোর।
14/4/14
এখনো আমি প্রতিদিন যাই সেখানে,
সেই নদীর কিনারে,
যেখানে তুমি আমি যেতাম এক সময় ।
খুঁজি তোমাকে সেই মাটির দূর্বাঘাসে,
যেথায় বসতে তুমি।
সাজিয়ে শাড়ির আঁচল,
পার হতো কিছু রোমাঞ্চ ক্ষণ
হারাতাম মোরা স্বপ্নের স্বর্গলোকে।
আজ তুমি নেই পাশে,
তবুও তোমার স্পর্শ রয়েছে এই মাটির হৃদয়ে।
এখনো যায় আমি, সেই পাহাড় চূড়ায়,
যেখানে যেতে চাইতে তুমি প্রায়ই।
যেখানে হারাতে তুমি ঐ নীলিমায়,
দুহাত প্রসারিত করে তুমি চাইতে
হারিয়ে যেতে দূর দিগন্তে।
আজ তুমি সত্যিই হারিয়ে গেছো,
হারিয়ে গেছো ঐ দিগন্ত নীলিমায়।
তবুও আমি আসি এখানে
তোমার পরশ পেতে,
যে পরশ পেয়েছে এই পাহাড় চূড়া।
এখনো কাছে টানে সেই অরন্য,
যেথায় তুমি হারিয়ে যেতে নিঝুম গহীনে।
শুনতে তুমি বিহঙ্গের কলরব,
কাছে টানতো তোমায় প্রকৃতির নিরবতা।
আমি এখনো শুনি সেই প্রকৃতির গান,
শুধু তুমি নেই পাশে।
প্রকৃতির মতো তুমিও নিশ্চুপ আমার গহীনে।
তবুও আসি প্রকৃতির সাথে করতে ভাগাভাগি,
আমার গহীনে থাকা কষ্ট গুলোর।
14/4/14
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ২৩/০৫/২০১৪অনন্য ভাবনায় একটি অনবদ্য সুন্দর কবিতা পাঠ করলাম।
-
আহমদ বিন নুরুল ইসলাম ২২/০৫/২০১৪হুম, প্রতিদিন যেতে থাকেন ।
-
সুরজিৎ সী ২২/০৫/২০১৪অনেক দিন পর এমন এক খানা শুদ্ধ প্রেমের কবিতা পড়লাম।
খুবই ভালো লাগলো আপনার লেখা কবিতা খানি।
শুভেচ্ছা রইল কবি। -
তাইবুল ইসলাম ২২/০৫/২০১৪বাহ
চমৎকার কবিতা
ভাল লাগা রেখে গেলাম