ভালবাসার কাঙাল
ভালবাসার কাঙাল
তুমি যদি বল, "ভালবাসি তোমায়,
এই ভালবাসার বিনিময়ে কি দেবে আমায় "?
বলবো, "এই জীবনটাইতো তোমার,
এরচেয়ে বেশী কিছু আছে কি দেবার "?
ভালো যদি বাস তুমি আমায়,
সারাজীবন থাকবো তোমার ছায়ায়।
তুমি যদি বল দিবো এই জীবন,
ভৃত্য হয়ে থাকবো আজীবন।
দাও তুমি যদি ভালবাসা,
করি না আমি পৃথিবীর মিছে আশা।
বল তুমি হবে কিনা আমার ?
নাহলে সব ভেঙে হবে চুরমার।
ভালবাসার কাঙাল আমি তোমার,
আছে কি কিছু ভালবাসা আমায় দেবার?
তোমার জন্য উজার করে দেব আমার হৃদয়,
তবুও কি পাবো না আমি তোমার সদয়।
করি না আকাশ কুসুম কল্পনা,
চাই তোমার প্রেমের আল্পনা।
চাই শুধু তোমার প্রেমের বন্ধন,
যা কেউ পারবে না করতে খন্ডন।
দাও বাড়িয়ে ভালবাসার হাত,
ভালবাসায় হতে চায় আমি কুপোকাত।
যদি বল করব তোমার প্রতীক্ষা,
যদ্দিন না পাই তোমার প্রেমের দীক্ষা।
হতে চায় প্রেমিক মহান পুরুষ,
যদি দাও তুমি তোমার প্রেমের সাহস ।
তোমার কাছে করজোরে করি শুধুই আর্জি,
আমার সাথে প্রেমে তুমি হওনা একটু রাজি।
দাও তুমি ভালবাসার মন্ত্র,
করো না আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।
সব শেষে বলি আমি তোমায়,
তোমারই ভালবাসা আজীবন চায়।
দিও ভালবাসা তুমি দুহাত ভরে,
তোমারই ভালবাসায় ঋণী করো আমারে।
18-12-11
তুমি যদি বল, "ভালবাসি তোমায়,
এই ভালবাসার বিনিময়ে কি দেবে আমায় "?
বলবো, "এই জীবনটাইতো তোমার,
এরচেয়ে বেশী কিছু আছে কি দেবার "?
ভালো যদি বাস তুমি আমায়,
সারাজীবন থাকবো তোমার ছায়ায়।
তুমি যদি বল দিবো এই জীবন,
ভৃত্য হয়ে থাকবো আজীবন।
দাও তুমি যদি ভালবাসা,
করি না আমি পৃথিবীর মিছে আশা।
বল তুমি হবে কিনা আমার ?
নাহলে সব ভেঙে হবে চুরমার।
ভালবাসার কাঙাল আমি তোমার,
আছে কি কিছু ভালবাসা আমায় দেবার?
তোমার জন্য উজার করে দেব আমার হৃদয়,
তবুও কি পাবো না আমি তোমার সদয়।
করি না আকাশ কুসুম কল্পনা,
চাই তোমার প্রেমের আল্পনা।
চাই শুধু তোমার প্রেমের বন্ধন,
যা কেউ পারবে না করতে খন্ডন।
দাও বাড়িয়ে ভালবাসার হাত,
ভালবাসায় হতে চায় আমি কুপোকাত।
যদি বল করব তোমার প্রতীক্ষা,
যদ্দিন না পাই তোমার প্রেমের দীক্ষা।
হতে চায় প্রেমিক মহান পুরুষ,
যদি দাও তুমি তোমার প্রেমের সাহস ।
তোমার কাছে করজোরে করি শুধুই আর্জি,
আমার সাথে প্রেমে তুমি হওনা একটু রাজি।
দাও তুমি ভালবাসার মন্ত্র,
করো না আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।
সব শেষে বলি আমি তোমায়,
তোমারই ভালবাসা আজীবন চায়।
দিও ভালবাসা তুমি দুহাত ভরে,
তোমারই ভালবাসায় ঋণী করো আমারে।
18-12-11
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আহমদ বিন নুরুল ইসলাম ২২/০৫/২০১৪ঋণী করতে বলছেন?
-
জোছনা ভেজা মন ৩০/০৪/২০১৪খুব ভালো লেগেছে
-
পল্লব ২৫/০৪/২০১৪সুন্দর ফুঁটিয়ে তুলেছেন প্রেমের দাবি। প্রেমের কাঙাল হলেও একে বলতে হবে দাবিদার কাঙাল। অনেক দিন পর আবার লিখলেন এখানে। আবার আগের মতো নিয়মিত লিখতে থাকুন।